প্রেস বিজ্ঞপ্তিঃ
চট্টগ্রাম নগরীর ফিরিঙ্গি বাজারের ইয়াকুব নগর আলহাজ্ব আবদুল কাদের দোভাষের বাড়িতে ২৮ অক্টোবর (শুক্রবার) খাঁজা গরীব নেওয়াজ এর মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।
উক্ত অনুষ্ঠানে মেহমান হয়ে সদারত করবেন গরীব নেওয়াজ’র খাস খাদেম এস এম জুনায়েদ চিশতী ও শাহাজাদা আলী ফয়েজ।
অনুষ্ঠানে আরো উপস্থিত থাকবেন চট্টগ্রামের প্রখ্যাত উলামায়েকারাম আলেমগণ।
বাদ এশার নামাজের পর এ মাহফিল শুরু হবে। গরীব নেওয়াজ আশেকখান ভক্তবৃন্দদের উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন মিলাদ মাহফিল উদযাপন কমিটি।
Leave a Reply