“ঈদুল ফিতর”
রচনায়ঃ মোহাম্মদ আব্দুল হাকিম (খাজা হাবীব)
ঈদ মোবারক ঈদ মোবারক
সকল দেশবাসী,
পরিবার পরিজন মাঝে
ফুটাই মুখের হাসি।
কর্মশেষে যানবাহনে
ফিরে আপন ঘরে,
ঈদ আনন্দ সবার তরে
ভাগাভাগি করে।
ঈদ এসেছে রমজান শেষে
সকল মুসলিম তরে,
শিশু-বৃদ্ধ আনন্দ করে
সবার ঘরে ঘরে।
পরিচ্ছন্ন পোষাক পরি
ঈদগাহে যাই
ঘরে ফিরে ফিরনি পায়েস
মিলেমিশে খাই।
আশেপাশে আছে যত
দুঃখী গরীব জন
সাধ্যমত মিটাই সবে
তাদের প্রয়োজন।
ধনী-গরিবের মিলন মেলা
ঈদগাহের মাঠে,
নামাজ শেষে কুলাকুলি
এক সাথেই হেঁটে।
সৌজন্যেঃ মোজাদ্দেদীয়া দরবার শরীফ,মোজাদ্দেদপুর, জালালাবাদ,বায়েজিদ বোস্তামী, চট্টগ্রাম।
Leave a Reply