ঈমান
মোহাম্মদ আব্দুল হাকিম
ঈমানে মুজাম্মিল,
ঈমানে মোফাচ্ছাল
মরিবার আগ পর্যন্ত
তাহা রাখিব বহাল।
কুরআন পড়ি জীবন গড়ি
তৈরি করি জীবন ত্বরী
করি না আর বাড়াবাড়ী
মিথ্যা ছাড়ি তাড়াতাড়ি।
নামায পড়ি রোজা করি
ইসলামী জীবন গড়ি
যাকাত দিই হজ্জ্ব করি
পরকালে দিব পাড়ি।
সত্য কথা সবে বলি
বাঁকা পথে নাহি চলি
ধ্যানদীলে আল্লাহ্ বলি
পূণ্যে ভরি আপন ঝুলি।
আল্লা’র কাজ আগে সারি
হিংসা বিদ্বেষ নাহি করি
পরের করি গুণ বিচারী
সত্য পথের সাধন করি।
করি না আর বাহাদুরী
হয়ে যাব ন্যায় বিচারী
অন্যায় কাজ নাহি করি
আদর্শ জীবন গড়ি।
সৌজন্যেঃ মোজাদ্দেদীয়া দরবার শরীফ মোজাদ্দদপুর, জালালাবাদ বায়েজিদ বোস্তামী, চট্টগ্রাম।
Leave a Reply