প্রেস বিজ্ঞপ্তিঃ
ঋ-হেন্ডিক্রেফট ট্রেনিং সেন্টার এর ৩য় বর্ষ পূর্তি ও প্রশিক্ষাণার্থীদের মাঝে সনদ বিতরণ গত ৭ই ডিসেম্বর শনিবার পটিয়া মন্সেফ বাজারস্থ প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চিন্ময় রায় (জেলা ব্যবস্থাপক, দক্ষতা উন্নয়ন কর্মসূচি, ব্র্যাক) বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হুমায়ুন কবির(এসোসিয়েট অফিসার,দক্ষতা উন্নয়ন কর্মসূচি,ব্রাক),বিশিষ্ট সমাজ সেবক বদিউল আলম, আবু সালেহ মোহাম্মদ রিদুয়ান (এডমিন, পটিয়া ই-কমার্স ফ্যামিলি), সূফি মোহাম্মদ রেজা (এডমিন,পটিয়া ই-কমার্স জোন), ফাইসাল রহমান(কর্নধার, এফ রহমান ইভেন্ট)। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন ফারুক আহমেদ রাজু।বর্তমান সময়ে নারীদের উদ্যোক্তা হিসাবে গড়ে তুলতে যে ভুমিকা প্রতিষ্ঠান এর কর্নধার সাবেকুন্নাহার ঋতু রেখে যাচ্ছেন বক্তব্যে অতিথিগন খুব প্রসংশা করেন।ভবিষ্যতে এই প্রতিষ্ঠান থেকে বের হয়ে উদ্যোক্তাগন দেশের কর্মসংস্থানে বড় ভুমিকা রাখবেন বলে সবাই আশা করেন।সব শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয় এবং প্রশিক্ষণার্থীদের হাতে বানানো পন্যের ডিসপ্লে সেন্টার উদ্ভোদন করা হয়।
Leave a Reply