মোহাম্মদ নোমানঃ
করোনার ভয়াল থাবার মধ্যে চট্টগ্রামের হাটহাজারীতে মহা আয়োজনে চলছিল বিয়ে। আয়োজনে চলছিল বরযাত্রীদের আপ্যায়নের প্রস্তুতি। সেই ঐতিহ্যে চলছিল কনে পক্ষের বাড়িতে প্রায় শতাধিক লোকের ভোজের ব্যবস্থা। এরই মধ্যে অনেকেই খেতে ব্যস্ত।
এমন সময়েই সেই বিয়ে বাড়িতে পুলশ সদস্যদের নিয়ে হাজির নির্বাহী ম্যাজিস্ট্রেট। কঠোর লকডাউন অমান্য করে এমন আয়োজন করাই কনে পক্ষকে ২০০০০ (বিশ) হাজার টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (৮জুলাই) দুপুর দেড়টার দিকে হাটহাজারী উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের যুগীরহাট সংলগ্ন শমছু পুকুরপাড় আব্দুল গফুর সওদাগর বাড়িতে এই ঘটনা ঘটে।
উক্ত অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিট্রেট শরীফ উল্যাহ। এছাড়াও মডেল থানা পুলিশ অভিযানে সহায়তা করেন।
অভিযান বিষয়ে তিনি জানান, ‘উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের যুগীরহাট সংলগ্ন শমছু পুকুরপাড় আব্দুল গফুর সওদাগর বাড়িতে সরকারি বিধিনিষেধ অমান্য করে বাসার ছাদে প্যান্ডেল তৈরি করে বিয়ের আয়োজন করা হয়েছিল। বিয়ে উপলক্ষে বরযাত্রীসহ ১০০ জনের বেশি লোকের খাবার রান্না হয়। বরযাত্রী আসার পূর্বেই অভিযান পরিচালনা করে সরকারি নির্দেশনা অমান্য করার অপরাধে মেয়ে পক্ষকে ২০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয় এবং লোকজনের জমায়েত বন্ধ করাসহ প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।’
Leave a Reply