অসুখী মন
– শফি খান
অসুখী যে জন বিষাদে ভরা মন
প্রাসাদে বাস করে,
সুখ বলে আমি সদায় থাকি
খড়কুটোর কুঁড়ে ঘরে।
বিত্ত বৈভবে টইটম্বুর
বিলাশ বহুল গাড়ি,
কোন কিছুতেই হয়না দমন
আত্নার আহাজারি।
সম্পদ ভারে পেরেশানি বাড়ে
দুর্লভ হাসি মুখ,
মরিবার তরে খুঁজি বারে বারে
একটু খানি সুখ।
জীবনের ইতি পূনরাবৃত্তি
আফসোস প্রতিক্ষনে,
হারানো অতীত হয়েছে পতিত
ভাবি অসুখী মনে।
Leave a Reply