কসাই ধর্ম
-রথিন্দ্রজিৎ হিরু
এক ছুরিতে গরু কাটে
এক ছুরিতেই পাঁঠা
কিসের আবার ভেদাভেদ
কি বলিস তুই বেটা।
কসাই সেতো মুসলমান
হিন্দুর কাটে পাঁঠা
সেই আবার কোরবানিতে
গরু করে ছাঁটা।
এই কসাইতে হবে না কাটা
স্ব-জাতি চাই কসাই
ভেবেছেন কি এমন করে
ধর্মে কেন মশাই?
কসাই যখন কাটতে আসে
জাত কোথায় যায় লুকায়
অধর্মের কাজ ধর্মের নামে
করছো লোক দেখায়।
খাবার বেলায় ধর্ম লুকায়
চুপটি করে খাও
খুব ভালো তার রান্না হলো
স্বাদটি আগে নাও।
জাতি ভেদাভেদ বন্ধ করে
এগিয়ে চলি সবাই
“সবার উপর মানুষ সত্য”
“তার উপর নাই”
Leave a Reply