মোঃ শফিকুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: বুধবার রাতে কুড়িগ্রাম জেলার রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ রাজু সরকারের নেতৃত্বে রাজারহাট বাজার সহ রাজারহাট থানার সকল বাজারে কিশোর গ্যাং এর বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালিত করা হয়।
রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ রাজু সরকার বলেন রাজারহাট সদর বাজার সহ সম্পূর্ণ উপজেলা জুড়ে সকল বাজারে সন্ধ্যার পর উঠতি বয়সের ছেলেদের দেখতে পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে ।
তিনি অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গুরুত্ব দিয়ে বলেন আপনাদের সন্তান যেনো সন্ধ্যার পর কোন ভাবে অনর্থক তাল বাহানা ধরে বাড়ী থেকে বাজারে ঘোরাঘুরি না করে, সেই বিষয়ে সচেতন থাকতে হবে অভিভাবকদের। এই অভিযান আমাদের অব্যাহত থাকবে বলে জানান।
Leave a Reply