মোঃ শফিকুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রামে জেলার রাজারহাট উপজেলাধীন নাজিম খান ইউনিয়ন এর মমিন মৌজার আলসিয়া পাড়া(ড়ারার পাড়) গ্ৰামে দুই ভাইয়ের পুকুরের পানিতে ডুবে মৃত্যু।
আজ মঙ্গলবার আনুমানিক দুপুর ১২ ঘটিকায় এ অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘঠে।
এলাকা বাসী তথ্যে সুত্রে জানা যায় মাহাদী ও ফরাদী দুই ভাই। চাচাতো ও জ্যাষ্টাতো ভাই,
তাঁরা দুজনই সব-সময় একসাথে খেলা-ধুলা করেন।যেখানেই যান একসাথেই জান।
প্রতিদিনের মত দুই ভাই আজকে ও খাওয়া -দাওয়া শেষে এক সাথে খেলা ধুলা করার জন্য বাড়ি থেকে বাহিরে যান।
কিন্তু নিয়তির কি নির্মম পরিহাস, তারা যে এভাবেই একসংঙ্গ উপারে পারি জমাবেন তা কেউ জানতো না। সোহাগ ইসলামের ছেলে
মাহাদীর (৯) বছর। সৌদি আরব প্রবাসী সাজুর ছেলে ফারাদী(১০) বছর।
মৃত্যু দ্বয়ের পরিবারের সদস্যদের জিজ্ঞাসা করলেই তারা বলেন, আমাদের কোন শত্রু নেই তারা বাড়ি থেকে বাহির হওয়ার কিছুক্ষন পর তাদের খোঁজা- খুঁজি শুরু করি, তাদের খোঁজা-না পাওয়ায় মসজিদের মাইকে ঘোষণা ও নাজিম খান বাজার, জোরসয়রার বাজার সহ বেশ কিছু এলাকায় মাইকে মাহাদী ও ফারাদীর নিখোঁজের জন্য মাইকিং করা হয়।
তাঁর পরও তাদের সন্ধান না পাওয়ায় স্থানীয় লোকজনেরা পুকুরে খোঁজাখুঁজি শুরু করেন, এবং তাদের দুই ভাইয়ের মাহাদী ও ফরাদির লাশ পুকুর থেকে উদ্ধার করেন।
এবং স্থানীয় ডাক্তার দ্বারা পরীক্ষা করালে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
একই সঙ্গে অনাকাঙ্ক্ষিত দুটি শিশুর মর্মান্তিক মৃত্যুতে নাজিমখান ইউনিয়নের ঐ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Leave a Reply