নগরীর বহদ্দারহাট কার-মাইক্রোবাস চালক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এক টানা ভোট গ্রহণ করা হয়। নির্বাচনে ১০টি পদে সরাসরি ভোট গ্রহণ করা হয়। তাতে ৩১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা এবং ৪৮৪ ভোটারের মধ্যে ৪৬০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে বিজয়ীরা হলেন, সভাপতি পদে মো. হাছান খোকন (আনারস), সাধারণ সম্পাদক পদে মো. ইলিয়াস বাদশা (কবুতর),সহ-সভাপতি পদে মো. বেলাল (মোটর সাইকেল),সহ-সাধারণ সম্পাদক পদে আনোয়ার হোসেন (কাঠাল), সাংগঠনিক সম্পাদক পদে লিটন মিশ্র (বটগাছ), দপ্তর সম্পাদক পদে এস এম জানে আলম (আম), প্রচার সম্পাদক পদে মো. আয়ুব (চশমা), কোষাধ্যক্ষ পদে মো. আলমগীর (কার) এবং সদস্য পদে মো. আবুল কালাম (খেজুর গাছ) ও মো. জাহেদুল ইসলাম (টুপি)।
Leave a Reply