1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০২:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
শিক্ষিকাকে কোলে নিয়ে কোলাকুলি করছেন মাদ্রাসা সুপার নাশকতার অভিযোগে বোয়ালখালীতে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার আবারও শুরু হয়েছে কালুরঘাট সেতুর টোল আদায়, মোটরসাইকেল চালকদের ক্ষোভ সমাজসেবক,কলামিস্ট ও সংগঠক নেছার আহমেদ খান এর মা বাবার ইছালে সওয়াবের জন্য জেয়াফত অনুষ্ঠিত। কালিয়াকৈরে ধর্ষনের শিকার ৭ বছরের শিশু, ধর্ষক পলাতক পাঁচলাইশ থানা জাসাসের নতুন  সভাপতি মিন্টু সম্পাদক ইকবাল  চালকের চোখে ঘুম, কক্সবাজার যাওয়ার পথে প্রাণ গেল দুই জনের এপেক্স বাংলাদেশের জাতীয় বোর্ডের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত এপেক্স বাংলাদেশ ডিস্ট্রিক্ট ৩-এর সেক্রেটারি এপে: মুহাম্মদ আরিফ খান ও ট্রেজারার এপে: মুহাম্মদ মোজাম্মেল হক মনোনীত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ এর উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ।

চকবাজার উপ-নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন।

  • সময় বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১
  • ৩২৬ পঠিত

চট্টগ্রাম সিটি করপোরেশনের ১৬ নম্বর চকবাজার ওয়ার্ডে কাউন্সিলর পদে উপ-নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে ভোটারদের ভোট দিতে দেখা গেছে।

আজ বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকাল ৮টা থেকে ইভিএমের মাধ্যমে ১৫টি কেন্দ্রে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

কাউন্সিলর সাইয়্যেদ গোলাম হায়দার মিন্টু মৃত্যুবরণ করার পর ওই ওয়ার্ডে উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচন উপলক্ষে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। দায়িত্ব পালন করছেন ৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

নির্বাচনে মোট ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে বিএনপি একজন এবং আওয়ামী লীগের ২০ জন প্রার্থী রয়েছেন।

তারা হলেন,যুবলীগ নেতা নূর মোস্তফা টিনু (মিষ্টি কুমড়া), মো. সামশেদ নেওয়াজ রনী (ঘুড়ি প্রতীক), মো. নাজিম উদ্দীন (কাঁচি), বিএনপির একক প্রার্থী এ কে এম সালাউদ্দিন কাউসার লাবু (হেডফোন), মহানগর মহিলা আওয়ামীলীগের সহ সভাপতি মমতাজ খান (পান পাতা), কাউন্সিলর সাইয়্যেদ গোলাম হায়দার মিন্টুর স্ত্রী মেহেরুন্নিছা খানম (ড্রেসিং টেবিল), মো.আলী আকবর হোসেন চৌধুরী (কাঁটা চামচ), মো.সেলিম রহমান (ঠেলাগাড়ি), কায়ছার আহমেদ (প্রদীপ), মো.আবুল কালাম চৌধুরী (সূর্যমুখী ফুল), শওকত ওসমান (এয়ারকন্ডিশনার), মো. নোমান চৌধুরী (ট্রাক্টর), মো.শাহেদুল আজম শাকিল (ক্যাপ), মোহাম্মদ দেলোয়ার হোসাইন (রেডিও), মো. আজিজুর রহমান (হেলমেট), মো. আব্দুর রউফ (ব্যাডমিন্টন র্যা কেট), মো.নুরুল হুদা (ঝুড়ি), কাজী মুহাম্মদ ইমরান (লাটিম), মো.রুবেল ছিদ্দিকী (করাত), মো.আলাউদ্দিন (টিফিন ক্যারিয়ার), মোহাম্মদ জাবেদ (স্ট্রবেরি)।

চকবাজার ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৩২ হাজার ৪১ জন। পুরুষ ভোটার ১৬ হাজার ২১৬ জন এবং নারী ভোটার ১৫ হাজার ৮২৫ জন। ১৫টি ভোটকেন্দ্রে ৮৬টি ভোটকক্ষ। ভোটগ্রহণের জন্য ১৫ জন প্রিসাইডিং অফিসার, ৮৬জন সহকারী প্রিসাইডিং ও ১৭২জন পোলিং কর্মকর্তাসহ ২৭৩ জন কর্মকর্তা রয়েছেন।

রিটার্নিং অফিসার ও জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো.জাহাঙ্গীর হোসেন বলেন,ভোটগ্রহণ শুরু হয়েছে। আশা করি সুষ্ঠু নির্বাচন হবে। এই ওয়ার্ডের প্রতিটি কেন্দ্রে ইভিএমে ভোট হচ্ছে। প্রত্যেক কেন্দ্র পর্যাপ্ত পুলিশ রয়েছে।তবে সরেজমিনে ঘুরে বিভিন্ন কেন্দ্র পর্যবেক্ষণ করে দেখা যায়, প্রতিটি ভোটকেন্দ্রে,
ভোটারদের উপস্থিতি সংখ্যা ছিল খুবই কম।দুপুর ১২:২০ মিনিট পর্যন্ত প্রতিটি ভোটকেন্দ্রে শান্তিপূর্ণভাবে চলছে ভোটগ্রহণ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট