আব্দুল সাত্তার, চট্টগ্রামঃ
১৭ জুন (শুক্রবার) চট্টগ্রাম জেলার লোহাগাড়া থানার অন্তর্গত চুনতি বাজারে বেপরোয়া গতির বাসের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পিওএম বিভাগে কর্মরত কন্সটেবল মারুফুল ইসলাম।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অনলাইন ভেরিফিকেশন পেইজে এক শোক বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব সালেহ্ মোহাম্মদ তানভীর, পিপিএম কন্সটেবল মারুফুল ইসলামের অকাল মৃত্যতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
কন্সটেবল মারুফুল ইসলাম ২০২০ সালে বাংলাদেশ পুলিশে কন্সটেবল পদে যোগদান করেন। তার নিজ বাড়ি কক্সবাজার জেলার চকরিয়া থানার হারবাং এর মধ্য বৃন্দাবন খীল গ্রামে। তাহার অকালমৃত্যুতে সিএমপিতে শোকের ছায়া নেমে এসেছে।
Leave a Reply