জিয়াবুল হোসেন তারেক সাতকানিয়াঃ
চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম রাহীকে দায়িত্ব দেয়া হয়েছে।
শনিবার স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহদফতর সম্পাদক নাজমুল হাসান সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে জানানো হয়েছে, স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক আবদুল কাদের ভুঁইয়া জুয়েল এক সিদ্ধান্তে চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম রাহীকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করেছেন। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে।
উল্লেখযোগ্য, গত ২৪ নভেম্বর চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইফুদ্দিন সালাম মিঠুকে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগে তাঁর পদ স্থগিত করা হয়েছে।
দৈনিক চট্টগ্রামের খবর প্রতিনিধিকে এক সাক্ষাৎকারে বলেন, শ.ই রাহী আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি।
উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলার ২ নং খাগরিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্যও ছিলেন, রাজনৈতিক দলের বাইরে এসে নিজ এলাকায় বিভিন্ন ধর্মীয় শিক্ষা প্রতিষ্টানের প্রতিষ্টাতা ও সমাজসেবক হিসেবে বেশ পরিচিত।
Leave a Reply