চট্টগ্রাম সাহিত্য পাঠচক্র কর্তৃক এপারবাংলা আর ওপারবাংলার কবি সাহিত্যিক শিল্পীদের নিয়ে “শান্তি স্বস্তি সৌহার্দ্য সম্প্রীতি, সেতু সেতো শিল্প সাহিত্য সংস্কৃতি ” শীর্ষক এক সাহিত্য সন্ধ্যা ভার্চুয়ালী অনুষ্ঠিত হয়। শিল্প সাহিত্য সংস্কৃতির বিকাশ,আদান প্রদান সুসম্পর্ক তৈরী করতে সক্ষম। সাহিত্য সংস্কৃতির মাধ্যমে শান্তি স্বস্তির বাতাবরণ তৈরী করা সম্ভব। গান,আবৃত্তি কথামালায় অংশ গ্রহণ করেন ওপার বাংলার বিশিষ্ট আবৃত্তি শিল্পী মধুমিতা পাল মন্ডল, তপতী ভুইয়া,লেখক বরুণ চক্রবর্তী এবং এপারবাংলার বিশিষ্ট শিক্ষাবিদ বিজয় শংকর চৌধুরী, সংগীত শিল্পী লুপর্ণা মুৎসুদ্দি লোপা,লিপি রানী শীল, কবি সাংবাদিক আসিফ ইকবাল, সুমন চৌধুরী, সাফাত বিন সানাউল্লাহ। সভায় বক্তারা বলেন দুপারে বাংলার সাহিত্য সংস্কৃতি যেহেতু বাংলা,তাই বাংলা ভাষার ঐতিহ্যকে এগিয়ে নিতে উভয়ের মেলবন্ধন অটুট রাখতে হবে। বক্তারা দুদেশের মধ্যে মৈত্রীর বন্ধনকে আরো প্রসারিত করতে সংস্কৃতি – সাহিত্য চর্চায় আরো মননশীল হওয়ার আহবান জানান।
Leave a Reply