চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের উদ্যোগে মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক,বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর,বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, এস,এম জামাল উদ্দিনের ১২তম মৃত্যুবার্ষিকীর স্মরণ আলোচনা সম্প্রতি ভার্চ্যুয়ালী অনুষ্ঠিত হয়। এতে আলোচনায় অংশগ্রহণ করেন চট্টগ্রাম নাগরিক ফোরামের মহাসচিব লেখক মোঃ কামাল উদ্দীন, সংগঠনের সভাপতি প্রধান শিক্ষক বাবুল কান্তি দাশ,সম্পাদক আসিফ ইকবাল, লেখক সাফাত বিন সানাউল্লাহ,হৃদয় দে,সুমন চৌধুরী প্রমুখ। সভায় বক্তারা বলেন – চট্টগ্রামের উন্নয়ন ও অধিকারের স্বার্থে আমৃত্য কাজ করে গেছেন মরহুম জননেতা মুক্তিযোদ্ধা এস,এম,জামাল উদ্দীন। একজন দেশপ্রেমিক ও ত্যাগী মানুষ হিসেবে সবসময় বঙ্গবন্ধুর আদর্শককে ধারণ এবং পালন করে গেছেন।।চট্টলবন্ধু নামে খ্যাত এই মহান ব্যক্তির নামে চট্টগ্রামে শহরে একটি সড়ক নামকরণ বা স্হাপনা নির্মাণের জন্য চসিকসজ সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানানো হয়।
Leave a Reply