সাতকানিয়া প্রতিনিধিঃ
চন্দনাইশ-সাতকানিয়া আংশিক এ- চন্দনাইশ থানা পুলিশের নাম ব্যবহার করে একটি প্রভাবশালী জনৈক ক্যাশিয়ার পরিচয়ে তারা সিন্ডিকেটের মাধ্যমে মহাসড়ক ও গ্রাম্ম সড়কের বিভিন্ন পয়েন্ট পিক-আপ এসকেবেটর ও গাছের ট্রলি সহ বিভিন্ন গাড়ি থেকে বেপরোয়া চাঁদাবাজি করছে বলে অভিযোগ ওঠেছে অনুসন্ধানে জানা গেছে কিছু দিন যাবত চন্দনাইশে এক প্রভাবশালীকে থানার ক্যাশিয়ার সাজিয়ে একটি সিন্ডিকেট রৌশন হাট/ বাগিচার হাট/ কাঞ্চনাবাদ/ দোহাজারী / বৈলতলী খোদার হাট সহ বিভিন্ন গাড়ি থেকে মোটা অংকের দৈনিক হারে চাঁদা নিয়ে হয়রানী করছে বলে সোপান সূত্রে জানা যাচ্ছে। পাহাড়ি অঞ্চল থেকে আসা গাছের ট্রলির ড্রাইভার বলে ২০০/৩০০ টাকা দিয়ে তারা খোদার হাট ব্রিজ হইয়ে চন্দনাইশে প্রবেশ করে। বালুর পিক-আপ থেকে ৭/৮ শত টাকা হারে চাঁদা নিচ্ছে, গাছের ভ্যান থেকেও ৫০/১ শ টাকা হারে চাঁদা আদায় করছে বলে এ নিয়ে সুশীল সমাজ নানা প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে। চাঁদা আদায়কারী হিসাবে যাদের নাম উঠে এসেছে তারা হচ্ছে রৌশন হাটের এখলাস, বাগিচার হাটের ফারুক, দোহাজারীর তৌহিদ, বৈলতলী খোদার হাটের চায়ের দোকানদার তৌহিদ সহ ঐ সিন্ডিকেট। এছাড়াও চন্দনাইশের সাতবাড়ীয়া হাসিমপুর বরমা সহ বিভিন্ন এলাকায় মাটি কাটা থেকে মাসোহারা নিচ্ছে হাজার হাজার টাকা, ঐ প্রভাবশালী মহলটি চুক্তিভিত্তিক হারে চাঁদা আদায় করছে ওরা।
Leave a Reply