আবু ইউসুফ মামুন, চন্দনাইশ প্রতিনিধিঃ
মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম ২য় পর্যায়ের আওতায় চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় ভূমি ও গৃহহীন ৫১টি পরিবারকে দুই শতক জমিসহ সেমিপাকা ঘর উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রবিবার (২০ জুন) সকালে চন্দনাইশ উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে উপকারভোগীদের কাছে ঘরের চাবি হস্তান্তর করা হয়। ২য় পর্যায়ে সারাদেশে গৃহহীনদেরকে দেয়া ৫৩ হাজার ৩শ ৪০টি পরিবারকে জমিসহ গৃহ প্রদানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ঘরের চাবি ও জমির দলিল হস্তান্তর উপলক্ষে চন্দনাইশ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল জব্বার চৌধুরী, পৌর মেয়র মাহবুবুল আলম খোকা।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহফুজা জেরিন।
উপজেলা ইনস্ট্রাক্টর আকতার সানজিদা জাফর পপি’র সঞ্চালনায় বক্তব্য রাখেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আ.লীগ সহসভাপতি হাবিবুর রহমান, উপজেলা আ.লীগ সভাপতি জাহেদুল ইসলাম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আবু আহমদ চৌধুরী জুনু, থানা অফিসার ইনচার্জ নাসির উদ্দীন সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাহীন হোসাইন চৌধুরী লিটু, আ.লীগ নেতা মাষ্টার আহসান ফারুক, চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আ’লীগের দপ্তর সম্পাদক সঞ্চিতা বড়ুয়া।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী রেজাউন নবী, কৃষি কর্মকর্তা স্মৃতি রাণী সরকার, উপজেলা শিক্ষা অফিসার সাখাওয়াত হোসেন, মৎস কর্মকর্তা কামাল উদ্দিন চৌধুরী, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আরিফ উদ্দিন, দোহাজারী পৌরসভার সহকারী প্রকৌশলী শ্যামল চন্দ্র, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী জহিরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা গীতা চৌধুরী, একাডেমিক সুপার ভাইজার বিপিন চন্দ্র রায়, ইউ.পি চেয়ারম্যান আহমদুর রহমান, নুরুল ইসলাম, আলমগীরুল ইসলাম চৌধুরী, আমিন আহমদ চৌধুরী রোকন, মোরশেদ আলম, উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক নবাব আলী, আ.লীগ নেতা আ.ফ.ম দিদারুল ইসলাম, প্রধান শিক্ষক বিষ্ণু যশা চক্রবর্তী, যুবলীগ নেতা সাইফুল ইসলাম, কৃষ্ণ চক্রবর্তী, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চন্দনাইশ নুরুল আমজাদ চৌধুরী, মোরশেদ বিন চৌধুরী, ছাত্রলীগ নেতা জাহেদুর রহমান চৌধুরী, সম্রাট চৌধুরী, কাফি চৌধুরী, কাজী রুমী, ফরমান, দিপুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply