নিজস্ব প্রতিবেদক :
দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ২৭ আগস্ট ২০২২ শনিবার সকালে এমএসকে ফাউন্ডেশনের উদ্যোগে ঢেউ টিন বিতরণ করা হয়েছে। ঢেউ টিন বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এমএসকে ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা এম সোলাইমান কাসেমী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চরম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ হেলাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ব্যবসায়ী ও দানবীর মোহাম্মদ নুরুচ্ছফা (ছফা), আলহাজ্ব মাওলানা মোহাম্মদ শাহজাহান, মাওলানা মোহাম্মদ সেলিম উদ্দিন, ইউপি সদস্য আলহাজ্ব মোহাম্মদ মিয়া, সাংবাদিক দেলোয়ার হোসেন রশিদী, সাংবাদিক শাহজাদা মিনহাজ উদ্দিন, ব্যবসায়ী মোহাম্মদ সিরাজুল ইসলাম, মোহাম্মদ সেলিম উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই এমএসকে ফাউন্ডেশন মানবতার কল্যাণে কাজ করে আসছে। এমএসকে ফাউন্ডেশন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের ঢেউটিন প্রদানের মাধ্যমে মানবতার কল্যাণে যে অবদান রাখলেন তা অত্যন্ত প্রশংসনীয়।
Leave a Reply