শুভ বিজয়া দশমী
-অনিরুদ্র সেন
ঢাকের কাঠির মিষ্টি রেশ,
পূজা এবার হোল শেষ ।
নুতন আশাই বাঁধি বুক,
সবার ইচ্ছে পূরণ হোক।
আসছে বছর আবার হবে,
কে জানে কে কোথায় রবে।
পুজা শেষ অলি গলি,
মা বলে চলি চলি ,
ভাসান হবে ফাটাফাটি,
বিজয়া সারার হুটপাটি,
এটা মার নতুন ধারা।
এসএমএস এ বিজয় সারা।
শুভ বিজয়া দশমী।
Leave a Reply