পলাশ সেন, চট্টগ্রাম মহানগর প্রতিনিধিঃ
গত ২৫ আগষ্ট ২০২৩ইং শুক্রবার বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট চট্টগ্রাম বিভাগীয় কমিটির আসন্ন সম্মেলন উপলক্ষে চট্টগ্রাম মহানগর, চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলা, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজার জেলাসহ অধীনস্থ উপজেলা ও থানা কমিটির নেতৃবৃন্দদের নিয়ে সমন্বয় সভা। নগরীর জামালখানস্থ প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে সভাপতি প্রকৌশলী নীপেশ রঞ্জন হোড় এর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভায় আসন্ন সম্মেলন নিয়ে প্রস্তুতিমূলক বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক কৃষ্ণ পদ আচার্য্য, পলাশ কান্তি নাথ, দয়াল সামন্ত, বিমল চন্দ্র নাথ, উজ্জ্বল বিশ্বাস, গৌরী শংকর চৌধুরী, প্রধান সমন্বয়কারী এস কে আচার্য্য, হরিনারায়ণ ভট্টাচার্য, তরুণ কান্তি ভট্টাচার্য, লিটন মহাজন, মিহির সরকার, সুজিত দাশ, ডাঃ রিপন দাশগুপ্ত, বীর মুক্তিযোদ্ধা প্রদীপ শংকর রায়, প্রেমতোষ দাশ, সুলাল ধর, দিলীপ চক্রবত্তী, এ্যাড সুমন আচার্য্য, মৃদুল বৈদ্য, পুরঞ্জিত চৌধুরী, সঞ্জয় শীল, সুজন আচার্য্য, ডাঃ রূপন রুদ্র, চন্দ্ররাজ আচার্য্য, পলাশ সেন, ডাঃ প্রত্যয় চক্রবত্তী, কৃষ্ণ পালসহ জেলা উপজেলার নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন মহানগর যুগ্ম সম্পাদক প্রকৌশলী বিশাল আচার্য্য। সভায় চট্টগ্রাম দক্ষিণ জেলা ও বান্দরবান জেলার পুর্নাঙ্গ কমিটি সহ দক্ষিন জেলার অধীনে পটিয়া উপজেলা, কর্নফুলী উপজেলা এবং মহানগর অধীনে চকবাজার থানা পূর্নাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়। এবং সম্মেলন উপলক্ষে ৫ টি উপকমিটি (সেচ্ছাসেবক, শৃঙ্খলা, শোভাযাত্রা, অর্থ এবং আপ্যায়ন) গঠন করা হয়।
Leave a Reply