1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ জব্দ আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব হিসেবে দায়িত্ব গ্রহণের ৩০তম বর্ষ উপলক্ষে অভিনন্দন আনোয়ারা প্রেস ক্লাবের ইতিহাস সম্বলিত ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ‘B For Bangladesh’-এর মানবিক প্রয়াস: এক বেলার আহার ৪.০ গ্রামীণ জনপদে শীতে খেঁজুর রস বিক্রি এখন আর চোখে পড়ে না -আলমগীর আলম চট্টগ্রামে তারেক রহমানের মহাসমাবেশ সফল করতে সর্বস্তরের মানুষের অংশগ্রহণের আহ্বান মেয়র ডা. শাহাদাতের সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করল এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন পেকুয়ায় ধানের শীষের সমর্থনে এম এ কাইয়ুম ইশতিয়াকের মিছিলে গনজোঁয়ার চট্টগ্রামে জমকালো আয়োজনে অনুষ্ঠিত মাদার তেরেসা অ্যাওয়ার্ড–২০২৬ এপেক্স ক্লাব অব পটিয়ার শীতবস্ত্র বিতরণ কর্মসূচির উদ্বোধন

জীবন যুদ্ধ সংগ্রামের আরেক নাম সনিয়া

  • সময় শনিবার, ১০ জুন, ২০২৩
  • ৭৭৩ পঠিত

মনিরুল ইসলাম রিয়াদ,

চট্টগ্রাম মহানগর প্রতিনিধিঃ

চট্টগ্রাম নগরীর ডিসিহিলে প্রবেশ করতে দেখা মিলবে ৬ বছর বয়সী ফুলবিক্রেতা ছোট্ট সনিয়ার!
ফুল আছে! ফুল নিবেন বলে হাতে বিভিন্ন কালারের গোলাপ নিয়ে ডাকছে ছোট্ট একটি শিশু। বয়স ৬ কি ৭ হবে, এটুকুন বয়সে সড়কে ফুল বিক্রি করে সংসার চালাচ্ছে। বলছিলাম ৬/৭ বছর বয়সী ফুলবিক্রেতা সনিয়া’র কথা। চট্টগ্রাম নগরীর ডিসিহিল গেলে দেখা যাবে ছোট্ট এই শিশুটিকে। বাবা হাড়ানো আর কর্মহীন মায়ের মুখে দু’মুঠো আহার তুলে দিতে সংসারের গুরুদায়িত্ব ছোট কাঁধে তুলে নিয়েছে সে। যে বয়সে সহপাঠীদের সাথে হেসে খেলে স্কুলে যাওয়ার কথা ছিল, সে বয়সে সড়ক দাঁপিয়ে বেড়াচ্ছে এই শিশুটি। এই ডিসিহিলের পাশ দিয়েই কোটি টাকার লাক্সারি গাড়ি হাকিয়ে চলাচল করেন অনেকে তবে কারো চোখ আটকায়নি ছোট্ট এই মায়াবী কন্যাকে দেখে। বাবা হাড়ানোর কারণে এখন পড়াশোনা একেবারে বন্ধ।

বাবার স্থানে হাল ধরেছেন সনিয়া পরিবার দেখাশুনার জন্য মাও অনেকটা এখন কর্মহীন। সংসারে উপার্জনের প্রায় সব পথ বন্ধ৷ আর তাই এদিক সেদিক কিছুই বিবেচনা না করে আহারের সন্ধানে নেমে পড়েছে ছোট্ট সনিয়া। মা আর ছোট্ট তিনবোন এক ভাইসহ সংসারে পাঁচ সদস্য তার। পাঁচ সদস্যদের ব্যায়ভার একাই বহন করে ছোট্ট সনিয়া। দৈনিক ১.০০০ টাকার গোলাপ বিক্রি করলে ৫/৬শত কিংবা ৪শত টাকা আয় হয় তার। আর এই দিয়েই চলে সনিয়ার পরিবার। ফুল বিক্রি করতে গিয়ে অধিকাংশ সময় না খেয়ে থাকে সে। আর দিন শেষে সব টাকা মায়ের হাতে তুলে দেয়। সকাল থেকে বিকেল অবধি ফুল বিক্রি করে আবার কখনও কখনও সন্ধ্যা নেমে আসলেও বিক্রি করতে দেখা যায় তাকে। সনিয়া এসব ফুল সংগ্রহ করে পাইকারি ফুল বিক্রির দোকান থেকে। ঘুম থেকে উঠে প্রতিদিন ভোরে দোকান থেকে এসব ফুল সংগ্রহ করে সে।

সরকার কিংবা সংশ্লিষ্ট অধিদপ্তর যদি সনিয়ার লেখাপড়ার দায়িত্ব নিত তাহলে আট দশটা শিশুদের মতো হেসেখেলে বড় হয়ে উঠতো সনিয়া। সনিয়া তার পরিবারের সাথে বর্তমানে চট্টগ্রাম নগরী কোতোয়ালা থানাধীন গোয়াল পাড়াতে বসবাস করেন।
প্রতিবেদনটি দেখার পর দরদ জাগবে সবার মনে, এগিয়ে আসবেন সবাই। পাশে দাড়াবেন ছোট্ট সনিয়ার আর এমনটাই মনে করছেন সচেতন মহল।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট