একের পর এক ধর্ষণ, গণধর্ষণ, যৌতুকের জন্য গৃহবধূ হত্যা এইসব খবর এখন নিত্য দিনের শিরোনাম। প্রতিদিনই কোন না কোন এলাকায় ধর্ষণের মতো ঘটনা ঘটছেই। আর এই জঘন্যতম কাজে শিশু, বয়স্ক নারী সহ এমনকি মানসিক ভারসাম্যহীণ নারী পর্যন্ত রেহাই পাচ্ছে না এই ধরণের কিছু নরপশুর হাত থেকে।
ধর্ষণ প্রতিরোধে শুধুমাত্র আইন করলেই হবে না। ধর্ষণ বন্ধ করতে হলে দেশের বেহায়াপনা অপসংস্কৃতি, অশ্লীলতার পর্ণমুভির সহজলভ্য করার বিরুদ্ধেও আওয়াজ তুলতে হবে।তাই সমাজ সচেতনতার কোন বিকল্প নেই, শুধুমাত্র আইন প্রণয়ন করে হবেনা আইনের সঠিক প্রয়োগ ও দ্রুত বিচার কার্য সম্পাদন করতে হবে। যেই দেশের আইনে ধর্ষকদের ফাঁসির কথা লেখা আছে সেখানেও ধর্ষণ হয়, হয়ত তা সংবাদে আসে না।
ধর্ষণ প্রতিরোধে দেশের সকল সামাজিক, রাজনৈতিক সংগঠন,নারী- পুরুষ সকলে মিলে ধর্ষণের বিরুদ্ধে গর্জে উঠতে হবে এবং সকল স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের বিরুদ্ধে সচেতনতামুলক ক্যাম্প পরিচালনা অব্যাহত রাখতে হবে এবং সকল, নারী-পুরুষ সবাইকে যার যার অবস্থান থেকে সচেতন হতে হবে।
Leave a Reply