“নামায কায়েম করি”
– মুহাম্মদ আব্দুল হাকিম (খাজা হাবীব)
পাঁচ ওয়াক্ত ফরয নামায
কায়েম হয় যাহার
বিতর নামায সে
ছাড়িবে না আর।
নামায ফরজ আল্লা’র
বান্দার প্রধান কাজ
শরীর সুস্থ থাকিবে
পাইবে সে জান্নাত।
জুম’আর নামায পড়ি
সপ্তাহে একবার
দোকান-পাট বন্ধ রাখি
দেরী নাই আর।
ঈদের নামায পড়ি
তা তো ওয়াজিব
বছরে সে নামায
আল্লা’র তাওফিক।
সুন্নত নামায বান্দায়
পড়িবে যখন
রাসুলের খুশবু জেনো
পাইবে তখন।
চাইলে মাওলার দিদার
করি সবে ব্রত
তাহাজ্জুদ নামায সবাই
পড়ি নিয়মিত।
নফল নামায যত
পড়িবে বান্দায়
আল্লা’র নিকটবর্তী
আরও হওয়া যায়।
সৌজন্যেঃ মোজাদ্দেদীয়া দরবার শরীফমোজাদ্দেদপুর, জালালাবাদ,বায়েজিদ বোস্তামী,চট্টগ্রাম।
Leave a Reply