পটিয়া প্রতিনিধি:
চট্টগ্রামের পটিয়ায় গরু চোর চক্রের সদস্য দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার সারারাত ও আজ মঙ্গলবার সারাদিন বিশেষ অভিযান চালিয়ে দুই গরু চোর ও তিনটি চোরাই গরুসহ তাদের গ্রেপ্তার করে পটিয়া থানার উপ-পরিদর্শক সঞ্জয় কুমার ঘোষ ও উনুমং মারমার নেতৃত্বে একদল পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে শান্তির হাট এলাকা থেকে গরু চোর চক্রের অন্যতম সদস্য মো. মোক্তার শাহ (৩৬)। তিনি উপজেলার বড়লিয়া ইউনিয়নের বাড়ৈকাড়া এলাকার বাসিন্দা। তার দেয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সারাদিন অভিযান পরিচালনা করে কুসুমপুরা ইউনিয়নের হরিনখাইন এলাকা থেকে আবদুর রহিম ওরফে সুমনকে (২৫) গ্রেপ্তার করা হয়। তিনি একই উপজেলার কুসুমপুরা ইউনিয়নের হরিনখাইন এলাকার বাসিন্দা। এসময় তাদের কাছ থেকে তিনটি চোরাই গরু উদ্ধার করা হয়েছে। গরু গুলোর আনুমানিক মূল্য ১ লাখ ৬৫ হাজার টাকা।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দিন বলেন, গরু চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল তাদের আদালতে পাঠানো হবে।
উদ্ধার হওয়া গরু গুলোর প্রকৃত মালিককে খুঁজে বের করে তাদেরকে গরু গুলো দিয়ে দেওয়া হবে।
Leave a Reply