শহিদুল ইসলাম, প্রতিনিধি:
আমেরিকা বাফেলো শহরে বাংলাদেশি বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, ব্যবসায়ী মহলের নেতৃবৃন্দের নিয়ে ২৫শে মার্চ সোমবার সন্ধ্যা ৬ ঘটিকায় বাফেলো লাভ বার্ড রেস্টুরেন্টে বাংলাদেশ বিয়ানীবাজার সমিতি অফ বাফেলো ইনক্ এর ইফতার ও মাহফিল অনুষ্ঠিত
এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ বিয়ানীবাজার সমিতি অফ বাফেলো ইনক্ এর সম্মানিত সভাপতি মোঃ আব্দুল আহাদ, উপস্থাপনা ও পরিচালনা করেন সমিতি’র সংগ্রামী সাধারণ সম্পাদক মোঃ ইশফাক আমিন চৌধুরী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাফেলো সিটি হল ফিলমোর ডিস্টিক কাউন্সিলম্যান মিচ নোয়াকোস্কি।
এবং সমিতির পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়।
আরো উপস্থিত ও সার্বিক সহযোগিতা করেন, নোমান উদ্দিন, মোহাম্মদ সিরাজী, জব্বার হোসাইন, মোহাম্মদ আব্দুস শুকুর, আমিনুর রহমান, হাসান আলী, মোহাম্মদ মিফতাহ চৌধুরী, নোমান তারেক, মোহাইমিন আহমদ মান্না, এহসানুল হক নাদিম, মোহাম্মদ আহসানুল এইচ চৌধুরী, মোহাম্মদ তামীম, হাসান আহমদ, তাহের খান, মঈনুল ইসলাম, মোহাম্মদ জাকির হোসেন, জাবেদ আহমদ, লোকমান আলম, মোহাম্মদ খায়রুল ইসলাম, শরিফ টনিসহ বাফেলো শহরে বসবাসরত বাংলাদেশি সকল মুরুব্বিয়ান ও যুব সমাজ।
Leave a Reply