“বাবা”
মোহাম্মদ আব্দুল হাকীম (খাজা হাবীব)
জন্মদাতা বাবা আমার
প্রাণের চেয়ে দামী,
সুন্দর এই পৃথিবীর আলো
দিয়েছে অন্তর্যামী।
পায়ে মাথার গাম ফেলে
উপার্জন করেন বাবা,
বাবার চেয়ে প্রিয়জন ধরায়
আর আছে কেবা।
ভাত কাপড়ের কষ্ট দেয়নি
বুঝতে দেয়নি অভাব,
নিজের সুখ বিলিয়ে দেওয়া
এটাই বাবার স্বভাব।
স্নেহ মমতায় বেড়ে ওঠি সবে
বাবার হাত ধরে,
সেই অভাবটা বুঝতে পারি
গেলে দুনিয়া ছেড়ে।
বৃদ্ধ বাবার সেবা করি সবে
তাতে না করি হেলা,
আদর করেছে আমাকে যেমন
আমার শিশু বেলা।
বৃদ্ধাশ্রমে না দিব কেহ
প্রাণের প্রিয় বাবাকে
এই ওয়াদা করি প্রভূ
সাহায্য কর আমাকে।
যে সকল বাবা হয়েছে তব
পরকাল বাসী,
ইবাদত করে মোনাজাত করি
হয় যেন স্বর্গবাসী।
সৌজন্যেঃ মোজাদ্দেদীয়া দরবার শরীফ,মোজাদ্দেদপুর, জালালাবাদ,বায়েজিদ বোস্তামী, চট্টগ্রাম।
Leave a Reply