আসিফ ইকবালঃ
চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের উদ্যোগেব্রিটিশ বিরোধী আন্দোলনের মহানায়ক মাস্টারদা সূর্যসেন এর ১২৭তম জন্ম-জয়ন্তী স্মরণে ” মহামানব মাস্টারদা সূর্যসেন – যেখানে প্রোথিত স্বাধীনতা” ‘শীর্ষক সাহিত্য সন্ধ্যা গত সোমবার ২২শে মার্চ রাতে ভার্চ্যুয়ালী অনুষ্ঠিত হয়। এতে অালোচনা,গান ও অাবৃত্তি অংশগ্রহণ করেন সংগঠনের উপদেষ্ঠা সুজিত কুমার দাশ সভাপতি বাবুল কান্তি দাশ,সহ সভাপতি বিজয় শংকর চৌধুরী,সঙ্গীতশিল্পী লুপর্ণা মুৎসু্দ্দী,সঙ্গীতা চৌধুরী,কাকলী দাশ গুপ্তা, কবি অাসিফ ইকবাল, হৃদয় দে,হানিফ চৌধুরী,রক্তিম দত্ত, সাফাত বিন সানাউল্লাহ, সুমন চৌধুরী,জুবায়ের হোসেন জুয়েল,কাব্য দাশ,মোঃ সোহেল প্রমুখ। সভায় বক্তারা বলেন
ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব মাস্টারদা সূর্য সেন। চট্টগ্রামের কৃতিপুরুষ এই বিপ্লবী তৎকালীন ব্রিটিশ বিরোধী সশস্ত্র আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন এবং নিজ জীবন বলিদান করেন। আত্মজিজ্ঞাসায় মগ্ন সেই নিরীহ শিক্ষকের স্থির প্রশান্ত চোখ দুটি একদিন জ্বলে উঠে মাতৃভূমির দ্বিশতাব্দীব্যাপি অত্যাচারের প্রতিশোধ নিতে। সেই শীর্ণ বাহু ও ততোধিক শীর্ণ পদযুগলের অধিকারী একদিন সাম্রাজ্যবাদী ইংরেজ রাজশক্তির বৃহত্তম আয়োজনকে ব্যর্থ করে – তার সমস্ত ক্ষমতাকে উপহাস করে বৎসরের পর বৎসর চট্টগ্রামের গ্রামে গ্রামে বিদ্রোহের আগুন জ্বালিয়ে তুলবে?
Leave a Reply