মোঃ শফিকুল ইসলাম
ষ্টাফ রিপোর্টার
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রংপুর ও রাজশাহী বিভাগের মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার দুপুরে তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক বিফ্রিংয়ে এ তথ্য জানান ওবায়দুল কাদের।
এ সময় ওবায়দুল কাদের বলেন, আগামী ২৫ নভেম্বরের মধ্যে সব আসনের প্রার্থী চূড়ান্ত হয়ে যাবে। সেই সাথে ঘোষণা করা হবে মনোনীত প্রার্থীদের নাম। এবার আওয়ামী লীগের বেশ কয়েকজন বর্তমান সংসদ সদস্য মনোনয়ন বোর্ডের যাচাই-বাছাই-এ বাদ পড়েছেন বলে জানান তিনি।
এর আগে সকাল ১০টার দিকে সংসদ নির্বাচনের প্রার্থী চূড়ান্ত করতে তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলটির সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। সেখানে রংপুর ও রাজশাহী বিভাগের ৬৯টি আসনে আওয়ামী লীগের মনোনয়ন যাচাই-বাছাই পূর্বক প্রার্থী চূড়ান্ত করা হয়েছে বলে জানান।
Leave a Reply