ইসমাইল ইমন, চট্টগ্রাম মহানগর প্রতিনিধিঃ
চট্টগ্রাম মহানগর বিএনপি’র আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, বিএনপি’র নেতা-কর্মীরা এ সরকারের আমলে বেশি নির্যাতিত ও নিষ্পেষিত হচ্ছে। রাষ্ট্রের প্রতিটি অঙ্গ আজ আওয়ামী যন্ত্রে পরিণত হয়েছে। বিচার বিভাগের স্বাধীনতা নেই। বিএনপি’র নেতাকর্মীরা মিথ্যা মামলায় জর্জরিত। একের পর এক মিথ্যা মামলার কারণে অনেক নেতাকর্মী এখন গৃহহারা ও ঘরছাড়া। বিরোধী দলের নেতাকর্মীরা নির্যাতিত ও নিষ্পেষিত হচ্ছে। এই ফ্যাসিস্ট সরকার জুলুম নির্যাতন অত্যাচারে দেশের মানুষ আজ অতিষ্ঠ। আজ বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায় ভাবে সাজা দিয়ে বন্দি করে রেখেছে। গণতন্ত্রের সব পথ রুদ্ধ করে এই সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় আছে। গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার আন্দোলনে দেশপ্রেমী জনতা কে এগিয়ে আসতে হবে।
তিনি আজ ১৯ এপ্রল, মঙ্গলবার, দুপুরে কোর্ট হাজিরা শেষে বক্তব্যে তিনি এ কথা বলেন।এসময়,আইনজীবিদের মধ্যে উপস্থিত ছিলেন এডভোকেট সিরাজুল ইসলাম চৌধুরী, এডভোকেট কামরুল ইসলাম সাজ্জাদ, এডভোকেট সৈয়দ আল আমিন, এডভোকেট নেজাম উদ্দিন, এডভোকেট মাহমুদুল আলম চৌধুরী মারুফ, এডভোকেট জায়েদ বিন রশিদ, প্রমুখ।
Leave a Reply