রোজা আয়ত্ব করি
রচনায়ঃ মুহাম্মদ আব্দুল হাকিম (খাজা হাবীব)
রমজান মাসে রোজা ফরজ
সকল মুসলিম তরে,
পরহেজগারী অর্জন হইবে
সংযম সাধনা করে।
হায়াত থাকিতে যদি কেহ
এ মাস মোরা পাই,
নিয়ত রাখি রোজা রাখিব
মিনতি বিধাতায়।
রোজায় আত্মশুদ্ধি হইবে
মু’মিন বান্দার,
আল্লা’র ফরজ ইবাদত পালন
অবশ্যই দরকার।
রমজান মাসের চাঁদ দেখে
রাখিব রোজা,
সাওয়ালের চাঁদ দেখে
তা ছাড়িব সোজা।
ত্রিশ রোজায় নেক সবার
দশগুণ জানি হয়,
তিনশত দিনের সওয়াব মোরা
পাইবে নিশ্চয়।
বিশ রাকাত তারাবী নামাজ
পড়িবে যেজন,
পাইবে আত্মতৃপ্তি
সফল সংযমী জীবন।
শাওয়াল মাসে ছয়টি রোজা
যদি কেহ করে,
ষাট দিন তার যোগ হইবে
হাদীস প্রমাণ করে।
রজব আর সাবান মাসে
নফল রোজা করি,
প্রতি মাসে তিনটি রোজা
করি জীবন ভরি।
সংযম সাধনা করি
দুনিয়ার মুসলিম ভাই/বোন,
জীবন সফল হইবে
খুশী বিধাতায়।
সৌজন্যেঃ মোজাদ্দেদীয়া দরবার শরীফ মোজাদ্দেদপুর,জালালাবাদ,বায়েজিদ বোস্তামী, চট্টগ্রাম।
Leave a Reply