প্রেস বিজ্ঞপ্তিঃ
৩ সেপ্টেম্বর ২০২১ ,শুক্রবার বাদে মাগরিব হতে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ছগিরাপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে ঐতিহ্যবাহী হযরত ইমাম হাসান-হোসাইন রাদ্বি: একতা সংঘের ব্যবস্থাপনায় প্রিয় নবীজীর প্রিয় নাতী, মা ফাতেমার নয়নমণি, ইসলামের ৪র্থ খলিফা হযরত আলী রাদ্বি’র প্রাণের দুলাল (পুত্র),জান্নাতী যু্বকদের সর্দার, একতা সংঘ যাদের নামে প্রতিষ্ঠিত হযরত ইমাম হাসান-হোসাইন রাদ্বিয়াল্লাহুআনহুমা এবং আশুরা /১০ই মহররম ৬১ হিজরী তে দ্বীন- ইসলামকে রক্ষা করার জন্য কারবালা ময়দানে আহলে বায়ত তথা রাসুলের বংশধরসহ ৭২/৮২ জন শহীদদের স্মরণে একতা সংঘ ও এলাকাবাসীর উদ্যোগে “ঐতিহাসিক শাহাদাতে কারবালা মাহফিল ও সম্পূর্ণ ফ্রী রক্ত গ্রুপ নির্ণয় বিকাল ৩টা হতে অনুষ্টিত হবে। এতে বহু ওলামায়ে কেরামের শুভাগমন ও বয়ান-তকরির পেশ করবেন।
ছগিরাপাড়ার ওয়েলফেয়ার সংগঠন “আল্লামা গাজী মুহাম্মদ আব্দুস সবুর সিদ্দীকী রাহঃ ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় আয়োজিত এই মাহফিলে সকলের প্রতি দাওয়াত রইল।
Leave a Reply