পলাশ সেন,মহানগর প্রতিনিধি:
বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় পুজো ও ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা উপলক্ষে প্রতি বছর ১ দিনের ছুটি থাকলে ও এই বছর ১ দিনও ছুটি নেই।
প্রতিবছর বাংলাদেশ এ শুধুমাত্র বিজয়া দশমীর দিনেই সরকারি ছুটি দেওয়া হয়। কিন্তু এবছর বিজয়া দশমী পড়েছে শুক্রবার। সেই হিসেবে দুর্গাপূজা উপলক্ষে একদিনও ছুটি উপভোগ করতে পারছে না এদেশের হিন্দু সম্প্রদায়।
বাংলাদেশের হিন্দুরা শারদীয় দুর্গা পুজায় ৩ দিনের ছুটির দাবিতে সরকারের নিকট বিভিন্নভাবে দাবি জানিয়ে আসছে। কিন্তু সরকার এখনো পর্যন্ত সেই দাবি মেনে নেওয়া তো দূরের কথা এখনো পর্যন্ত কোনো আশ্বাসও দেয়নি।
যেহেতু এইবছর বিজয়াদশমী এর ছুটি সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার এ পড়েছে সেক্ষেত্রে বিশেষ বিবেচনায় সরকার প্রজ্ঞাপন এর মাধ্যমে নবমীর দিন ছুটি দিতে পারতো।
বাংলাদেশর হিন্দুরা দশমীর ১ টি দিন মাত্র পরিবার পরিজন নিয়ে ছুটি উপভোগ করতে পারে। যদিও এই বছর ছুটির দিনটি শুক্রবার পড়ায় নবমীর দিনে ছুটি টা দেওয়া হতো তাহলে ২ টা দিন পেতো পরিবারের সঙ্গে পুজোর আমেজ উপভোগ করার।
বাংলাদেশের সাধারণ হিন্দু সম্প্রদায় সরকারের কাছে আশা করছে ছুটিটা বাড়িয়ে দিলে এদেশের হিন্দু সম্প্রদায় কৃতজ্ঞ থাকবে।
Leave a Reply