1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বোয়ালখালীতে কক্সবাজারগামী ট্রেনের ছাদ থেকে পড়ে যুবক আহত বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির আলোচনা সভায় আসলাম চৌধুরী; শিক্ষকরা কর্মঠ জনগোষ্ঠী বিনির্মানের মূল কারিগর তৈয়্যবিয়া মাদরাসার শিক্ষক মরহুম আবুল কাশেম ভূইয়ার স্বরণে দোয়া মাহফিল সম্পন্ন বাঘাইছড়িতে স্টেপ হজ্ব ও ওমরা পালন সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত জুনিয়র ব্লাড ফাউন্ডেশনের পঞ্চম বর্ষপূর্তি: সুষ্ঠু নির্বাচন শেষে নতুন কার্যকরী কমিটি ঘোষণা চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে দক্ষিণ জেলা পেশাজীবী অধিকার পরিষদের সদস্য সচিব মহিউদ্দীন কাদের মনোনয়ন ফরম জমা শেখ হাসিনার রায়, যেকোনো বিশৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে হবে আইন-শৃঙ্খলা বাহিনীকে: আমীর খসরু চট্টগ্রামের পথশিশু ও অধিকার বঞ্চিত শিশুদের নিয়ে গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের বিভিন্ন কর্মসূচী চট্টগ্রামে মোবাইল মেকানিক হত্যার ঘটনায় প্রধান আসামিসহ গ্রেপ্তার আরও ৩ বাংলা একাডেমির উপ-পরিচালকের হাত থেকে সম্মাননা পেলেন সন্দ্বীপের সন্তান “অনিক শুভ”

সম্মিলিত আবৃত্তি জোটের অনুষ্ঠান চির ভাস্বর চির মহীয়ান

  • সময় বুধবার, ২৩ মার্চ, ২০২২
  • ৬৯২ পঠিত

রবিবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সম্মিলিত আবৃত্তি জোট চট্টগ্রামের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন স্মরণে আবৃত্তি অনুষ্ঠান ‘চির ভাস্বর চির মহীয়ান’ অনুষ্ঠিত হয়। সম্মিলিত আবৃত্তি জোটের সভাপতি বাচিকশিল্পী হাসান জাহাঙ্গীর এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন গেরিলা মুক্তিযোদ্ধা কবি, সাহিত্যিক ও সমাজকর্মী মিনু রানী দাস। আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান আবদুচ ছালাম, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোহাম্মদ আলী, সাবেক কাউন্সিলর আবিদা আজাদ, সাপ্তাহিক স্লোগানের সম্পাদক মোহাম্মদ জহির, দৈনিক দেশ বার্তা সম্পাদক লায়ন মোঃ আবু ছালেহ্, উৎফল বড়ুয়া । স্বাগত বক্তব্য রাখেন সম্মিলিত আবৃত্তি জোটের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বাচিকশিল্পী দেবাশিস্্ রুদ্র। বক্তারা বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। আবৃত্তিশিল্পী দিলরুবা খানম ও মেজবাহ চৌধুরীর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বৃন্দ আবৃত্তি পরিবেশন করে ত্রিতরঙ্গ আবৃত্তি দল, শব্দনোঙর আবৃত্তি সংগঠন, সন্দীপনা আবৃত্তি বিভাগ, উত্তরায়ণ চট্টগ্রাম বিশ^বিদ্যালয়, মনোটোনাস আবৃত্তির পোতাশ্রয় এবং আমন্ত্রিত সংগঠন কণ্ঠনীড় বাচিক শিল্প চর্চা কেন্দ্র। অনুষ্ঠানে সম্মিলিত আবৃত্তি জোটের ১৬টি সংগঠনের আবৃত্তিশিল্পীরা অংশ নেন। একক আবৃত্তি পরিবেশন করন বোধনের উর্মি দেবী ও শ্রাবণী বণিক, ত্রিতরঙ্গের সুজয় দে ও লাবণ্য মুৎসুদ্দী, শব্দনোঙরের করবী চৌধুরী ও কাঞ্চন মহাজন, সন্দীপনার সুস্মিতা কর সুপ্তা ও দিতি বিশ^াস, উত্তরায়ণের অনিক মহাজন ও মৃত্তিকা দে চৈতী, বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার মুমতাহিনা তাবাস্্সুম মালিহা ও আবু আবিদ, মনোটোনাসের অনামিকা দাশ ও শান্তা দাশ, দর্পণের নাহিদ নেওয়াজ ও নন্দিনী কর্মকার প্রাচী, কণ্ঠশৈলীর সহ¯্রাব্দী শাখাওয়াত ও শতাব্দী শাখাওয়াত, ভাষা আবৃত্তি নীড়ের মোরশেদ আলম ও হাসান জাদীদ মাশরুখ, ঐতিহ্যের লাভলু চক্রবর্তী, গৌরী ললিতকলা একাডেমির সুপর্ণা বড়–য়া, সীতাকুণ্ড আবৃত্তি কুঞ্জের শামীমা ইয়াসমীন লাভলী, দিলালরাজা আবৃত্তি সংঘের শামছুল আরেফিন শাকিল, অক্সফোর্ড আবৃত্তি একাডেমির মো. জয়নাল আবেদীন, বীজন আবৃত্তি সংসদের ফাজিলা তাসনিম ইলমা। আমন্ত্রিত আবৃত্তি শিল্পী হিসাবে ছিলেন মঞ্জুর মুন্না, সমুদ্র টিটু, দিদারুল আলম, শামীমা শীলা, ফারুক আজম, সাইদুল করিম সাজু, মো. আলম আমীন, শচীন আচার্য, অরুণা দত্ত, অংকিতা বল। আবহ সঙ্গীতে ছিলেন সৃজন রায়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট