নিজস্ব প্রতিবেদকঃ
বৃহস্পতিবার ৫ই আগষ্ট বঙ্গবন্ধুর জেষ্ট্যপুত্র শেখ কামালের জন্মদিন উপলক্ষে ১৫ই আগষ্টের শহীদের আত্মার মাগফেরাত কামনা ও করোনার আপদকালীন সময়ে ধারাবাহিক ত্রান সহায়তার অংশ হিসেবে পটিয়া পৌরসভার ৮নং ওয়ার্ড়ের ৬০০ পরিবারের মাঝে চাল,ডাল,নিত্যপ্রয়োজনীয় পন্য সহ শাড়ি লুঙ্গী বিতরণ করেন কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মাদ বদিউল আলম এসময় প্রধান বক্তার বক্তব্যে বদিউল আলম বলেন বিশ্ব ব্যাপি করোনা ভ্যাকসিন নিয়ে আন্তর্জাতিক পরাশক্তির গুলো মাঝে টিকার আন্তর্জাতিক রাজনৈতিক কুটনীতি চলছে, পৃথিবীর অনেক দেশে এখনো টিকার ব্যাবস্থা করতে পারেনি, এই চরম সংকট কালীন সময়ে বিশ্ব মানবতার জননী রাষ্ট্র নায়ক শেখ হাসিনার বলিষ্ঠ কুটনৈতিক প্রচেষ্টায় বাংলাদেশের মানুষের জন্য ২১ কোটি ডোজ টিকার ব্যাবস্থা হয়েছে, ধাপে ধাপে টিকা বাংলাদেশে পৌছাতে শুরু করেছে, দেশে গন টিকা কার্যক্রম শুরু হতে যাচ্ছে, সারাদেশে টিাকা প্রদানের বড় ধরনের কর্মসূচি এরইমধ্যে সরকার ঘোষণা করেছেন, আমরা দলের পক্ষ থেকে মানুষের মাঝে সচেতনতা তৈরি ও টিকা গ্রহনের জন্য মানুষকে সচেতন করে যাচ্ছি, অথচ এমন একটি সময়ে আমাদের প্রান প্রিয় পটিয়াকে নিয়ে জাতীয় গনমাধ্যমে নেতিবাচক খবরের শিরোনাম হচ্ছে, যা আমাদের জন্য লজ্জাজনক, আমি স্বাস্থ্য প্রশাসনের কর্তাব্যাক্তিদের প্রতি অনুরোধ জানাই আপনার নির্ভয়ে টিকা কেলেঙ্কারির হোতাদের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহন করেন, টিকা চুরির মতো জঘন্য অপরাধে যারা জড়িত তারা যতই শক্তিশালী হোক তাদের আইনের আওতায় আনেন,মনে রাখবেন শেখ হাসিনার বাংলায় অপরাধীর রেহাই নাই, আমি আমার পটিয়ার জনগণকে বলবো আপনারা শেখ হাসিনার উপর আস্থা রাখুন, জননেত্রী শেখ আমাদেরকে নির্দেশনা দিয়ে এলাকায় পাটিয়েছেন মানুষের পাশে থাকার জন্য,মানুষের সেবা করার জন্য, আমি এবং আমার দলের নেতাকর্মীরা সবসময় আপনাদের পাশে আছি থাকবো, এই আপদকালীন সময়ের শুরু থেকেই আমি রাষ্ট্র নায়ক শেখ হাসিনার নির্দেশনায় ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ পরশ মহোদয়ের সার্বিক তত্বাবধানে শহর গ্রাম পাড়া মহল্লার বাড়ি বাড়ি গিয়ে মানুষের জন্য প্রয়োজনীয় সকল কিছু পৌছে দেওয়ায় চেষ্টা করছি, আপনারা জানেন শোকের মাস আগষ্ট শুরু হয়েছে এই মাসে আমরা বাঙ্গালির অবিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান সহ তার পরিবারের সকলকে হারিয়েছি, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠা চেয়ারম্যান শেখ মনি বেগম আরজু মনি সহ বঙ্গবন্ধু পরিবারের নিহত সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করছি, আল্লাহ তাহাদের জান্নাতের উচ্চ মকাম দান করুন, আপনারা দয়া করে সরকারি বিধিনিষেধ মেনে চলুন, মাক্স পরুন, ঘন ঘন সাবান পানি দিয়ে হাত ধুবেন, নির্ধারিত সময়ে টিকা গ্রহণ করবেন, আর যেকোনো প্রয়োজনে আমাদের দলের নেতাকর্মীদের সহযোগিতা পাবেন, আপনাদের প্রয়োজনে আমাকে জানাবেন আমি আপনাদের পাশে থাকবো ইনশাহআল্লাহ।
পটিয়া পৌরসভা আওয়ামী লীগের সাবেক সভাপতি মোহাম্মদ হানিফ এর সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর পটিয়া থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা সামশুদ্দীন আহমেদ।
উদ্ধোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম চারুকলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল আলিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক ডি. এম. জমির উদ্দিন, পটিয়ার উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ ইউনুচ মেম্বার, আওয়ামী লীগ নেতা আলহাজ্ব শাহজাহান চৌধুরী, পটিয়া উপজেলা কৃষক লীগের সাধারন সম্পাদক মোঃ আবু ছৈয়দ, পটিয়া উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহবায়ক সাইফুল ইসলাম, পটিয়া উপজেলা যুবলীগের সাবেক তথ্য ও গবেষনা সম্পাদক লিটন বড়ুয়া, শ্রমিক নেতা খোরশেদ আলম।
অনুষ্ঠান সঞ্চালনা করেন পটিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম জুয়েল।
আরো বক্তব্য রাখেন যুবলীগ নেতা সুজন বড়ুয়া, সাইফুল ইসলাম সাইফু, সাইফুদ্দীন ভোলা, উজ্জ্বল ঘোষ, ছোটন আর্চায্য, দিহান চৌধুরী, মেজবা করিম ইরফান, ছাত্রনেতা সাজ্জাদ হোসাইন, মোঃ নাজিব, মোঃ সাকিব, আমির কুদ্দুস, মোঃ ফয়সাল, মোঃ রাহুল, মোঃ রফিক, মোঃ রিফাত, মোঃ রিদয়, মোঃ নোমান, মোঃ মহিউদ্দীন প্রমূখ।
Leave a Reply