প্রেস বিজ্ঞপ্তি :
দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সোনাকানিয়ার মির্জাখীল চৌধুরী পাড়া, টিলা পাড়া, আলদ্যায়া পাড়ায় রাস্তার সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। এ সড়কটি সংস্কারের মাধ্যমে দীর্ঘদিনের কষ্ট লাঘব হবে ওই তিন পাড়ার মানুষের।
বুধবার (১৬ অক্টোবর) দুপুরে রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করেন সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব লায়ন আব্দুল গাফ্ফার চৌধুরী।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে ১ কোটি ১৯ লাখ টাকা ব্যয়ে এক হাজার মিটার কার্পেটিং করার কাজটি বাস্তবায়ন করবে ঠিকাদারি প্রতিষ্ঠান মা ট্রেডিং লোহাগাড়া।
উদ্বোধনকালে সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব লায়ন আব্দুল গাফ্ফার চৌধুরী বলেন, রাস্তাটির সংস্কার কাজ শেষ হলে এ এলাকার সড়ক যোগাযোগ আরো সহজতর হবে। দ্রুত সময়ে এলাকাবাসী বিভিন্ন জায়গায় যাতায়াত করতে পারবেন। পাল্টে যাবে এ এলাকার চিত্র।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- নেছার আহমদ চৌধুরী, শফী আহমদ চৌধুরী, অ্যাডভোকেট ফারুক, মাস্টার রশিদ আহমদ, মোহাম্মদ আমিন আহমদ, মোহাম্মদ মিশকাত প্রমুখ।
Leave a Reply