চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের উদ্যোগে লকডাউনকালীন অবসরে সাহিত্য -সংস্কৃতি অনুশীলন অনুধ্যান শীর্ষক সপ্তাহব্যাপী অায়োজন সম্প্রতি ভার্চ্যুয়ালী অনুষ্ঠিত হয়। এতে আলোচনা,গান ও অাবৃত্তিতে অংশগ্রহণ করেন সংগঠনের সভাপতি বাবুল কান্তি দাশ, উপদেষ্ঠা সুজিত কুমার দাশ,সম্পাদক অাসিফ ইকবাল, সহ সভাপতি সঙ্গীতশিল্পী লুপর্ণা মুৎসুদ্দী,সঙ্গীতা চৌধুরী, শিক্ষক বিজয় শংকর চৌধুরী, সুমন চৌধুরী, প্রমুখ। সভায় বক্তারা বলেন করোনার এই দুঃসময়ে অামরা সকলে মানসিকভাবে বিপর্যস্ত।। মনকে পরিশুদ্ধ ও উৎসাহ অনুপ্রেরণা নিমিত্তে সাহিত্য – সাংস্কৃতিক চর্চা অপরিহার্য। দেশপ্রেমের মহানুভবতা, মুক্তিযুদ্ধের চেতনা অার বাঙালী সংস্কৃতিকে হৃদয়ে ধারণ করে অামাদেরকে মানবিক সমাজ প্রতিষ্ঠায় ভুমিকা রাখতে হবে।সভায় করোনায় অাক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়
Leave a Reply