ইসমাইল ইমন, চট্টগ্রাম মহানগর প্রতিনিধিঃ
চট্টগ্রামের সিআরবিতে উচ্ছেদ অভিযানে রেলওয়ে পূর্বাঞ্চলের বিদুৎ বিভাগের কর্মীদের মারধরের পর এবার নতুন কমিটি গঠন করেছে রেলওয়ে বিদুৎ বিভাগের কর্মচারীরা।
গত বুধবার (২৩ মার্চ) ‘রেলওয়ে বিদুৎ শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ’ নামের একটি সংগঠনের আত্মপ্রকাশের পর শনিবার (২৬ মার্চ) চট্টগ্রামের পাহাড়তলীসহ ১০ টি শাখায় একযোগে বৈঠক করেছে।
রেলওয়ে বিদুৎ শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের নেতারা এ সময় বলেন, ‘ রেলওয়ে বিদুৎ বিভাগের কর্মচারীরা অবহেলিত। সম্প্রতি কর্মকালীন সময়ে এ বিভাগের কর্মীদের ওপর হামলার পর তার সুষ্ঠু বিচার হয়নি। অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে।’
এদিকে শ্রমিক কর্মচারীদের সমসাময়িক সমস্যা সমাধান ও ন্যায্য দাবী আদায়ে কার্যকরী কমিটি গঠনের লক্ষ্যে ‘রেলওয়ে বিদুৎ শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদে’র ব্যানারে গঠিত হয়েছে ১১ সদস্যর একটি উপদেষ্টা কমিটি।
এতে প্রধান উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন মো. ইব্রাহিম (জাবেদ)। বাকি ১০ উপদেষ্টা হলেন, মো. মোস্তফা , তবারক উল্ল্যাহ, মো. মানিক, মো. আব্দুর রব , মনিরুল হক এইই , আলী আশ্রাফ, মো. তোফাজ্জল হোসেন , মো. মিজান, মো. জাকির আহমেদ, আব্দুস সাত্তার প্রমুখ।
Leave a Reply