মোঃ আলাউদ্দীন,(সীতাকুণ্ড) চট্টগ্রামঃ
চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড পৌরসভার এলাকার ঢাকা-চট্টগ্রাম মহসড়কের পশ্চিম পাশে শ্যামলী বাস কাউন্টারের সামনে পাকা রাস্তায় অভিযান চালিয়ে ৫৩০০ পিস ইয়াবাসহ দুুইজনকে আটক করা হয়েছে।
বুধবার ১৫ জুন ২০২১ সন্ধ্যা ০৭টা ২০ মিনিটের দিকে,সীতাকুণ্ড মডেল থানার এসআই(নিঃ) মোঃ আশরাফ ছিদ্দিক সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ৪৫০০(চারহাজার পাঁচশত)পিস ইয়াবা ট্যাবলেটসহ রেহেনা আক্তার (৩৭)নামের এক নারীকে আটক করা হয়।
এর আগে একি স্থান থেকে বিকাল ৫টার দিকে এসআই(নিঃ)/হারুনুর রশিদ সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ৮০০(আটশত)পিস ইয়াবা ট্যাবলেটসহ সুজন প্রকাশ ইমন (২৪) নামের একজনকে আটক করা হয়।
সীতাকুণ্ড মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আটককৃত আসামীদের বিরুদ্ধে মামলা করা হয় এবং বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয় বলে জানা যায়।।
Leave a Reply