ইসমাইল ইমন চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্রগ্রামের সীতাকুন্ড উপজেলার কুমিরা এলাকায় কে এস আর এম রড তৈরীর কারখানায় অগ্নিদগ্ধ হয়ে মোঃ মহিউন্দিন নামক এক ক্রেন চালকের মর্মান্তিক মৃর্ত্যু হয়েছে।
৩০ শে জুলাই শনিবার বেলা ৩ টায় রয়েল গেইট নামক স্হানে কে এস আর এম রড কারখানায় এই ঘটনা ঘটেছে।
কুমিরা ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার মোঃ ফিরোজ জানায়,
কে এস আর এম রড কারখানায় আগুনের সংবাদ পেয়ে তাৎক্ষানিক ঘটনাস্হলে ছুটে যাই,কারখানার লোড আনলোড ক্রেনে আগুন ধরে ক্রেন চালকের ঘটনস্হলেই মৃত্যু হয়,আমরা তাকে ক্রেন থেকে নামিয়ে লাশ উদ্ধার করি।
নিহত ক্রেন চালক মোঃ মহিউদ্দিনের বাড়ী কুমিরা ইউনিয়নের দক্ষিন মসজিদ্দা দোয়া পুকুরপাড় জহুরুল আলমের ছেলে। গোলযোগে এই ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করছি।আমরা তদন্ত করছি।
এব্যাপারে সীতাকুন্ড থানার ওসি তদন্ত সুমন বনিক জানায়,ঘটনাটি আমাদের কে জানায়নি,আমরা তদন্ত করে যেনে জানাবো।
দায়িত্বশীল সবাই বিষযটিকে এড়িয়ে যাওযার চেষ্টা করছে বলে ধারনা করছি,কেউ আগ্রহ করে তথ্য না দিয়ে পড়ে যোগাযোগ করবো,ফোন করবো বলে এড়িয়ে যায়।
Leave a Reply