মোঃ আলাউদ্দীন, সীতাকুন্ড চট্টগ্রাম প্রতিনিধিঃ
সাধারণ মানুষ ও বৃদ্ধ বয়সের লোকদের রেজিস্ট্রেশনের ভোগান্তি লাঘবে প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে ফ্রি রেজিস্ট্রেশনের উদ্যোগ গ্রহণ করেছে সীতাকুন্ডের ভাটিয়ারী ইউনিয়ন পরিষদ।ভোটার আইডি কার্ডের সাথে সচল একটি মোবাইল নম্বর থাকলে দায়িত্বপ্রাপ্ত স্বেচ্ছাসেবীরা রেজিস্ট্রেশন করে দিয়ে আসছেন।
রবিবার (১১জুলাই) সকাল এগারোটায় ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নাজিম উদ্দিন ৮নং ওয়ার্ড ইমামনগর গ্রামে ওয়ার্ড ভিত্তিক কর্মসূচি উদ্বোধন করেন।
প্রথম দিনে ১শ ৩০জন ৩৫ ঊর্ধ্ব নারী-পুরুষের রেজিস্ট্রেশন সম্পন্ন করা হয়। যাতে করে প্রতিটি মানুষকে করোনা টিকার আওতায় নিয়ে আসা যায় সে লক্ষ্যে এই কর্মসূচি প্রতিটি ওয়ার্ডে চালানো হবে।
এ ব্যাপারে ভাটিয়ারী ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন বলেন, অনেকে ডিজিটালাইজেশন প্রক্রিয়া না বুঝার কারণে অথবা অবহেলায় টিকার রেজিস্ট্রেশন করছেন না। ফলে তারা টিকার আওতায় আসছেনও না। এ কারণে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ড সদস্য মোঃ আলমগীর হোসেন মাসুম, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ জাফর চৌধুরী, মোহাম্মদ খুরশেদ আলম, ছাত্রলীগ নেতা আমজাদ হোসেন, মামুনুর রশিদ(মামুন) প্রমুখ।
Leave a Reply