চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের অন্যতম সংগঠক চান্দগাঁও থানা শাখার সাধারণ সম্পাদক পদপ্রার্থী জাবেদুল ইসলাম জাবেদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ও হয়রানির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
চান্দগাঁও থানা স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের যৌথ উদ্যোগে ২২ সেপ্টেম্বর (শুক্রবার) বিকালে মিছিলটি নগরীর পূর্বষোলশহর থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বহদ্দারহাট চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি ফারুক ইসলাম বলেন, মাত্র দশ দিনের ব্যবধানে একের পর এক মিথ্যা ও গায়েবি মামলা দায়ের হওয়ায় আমরা বিস্মিত। সাবেক ছাত্রনেতা জাবেদুল ইসলাম জাবেদকে রাজনৈতিকভাবে দমাতে ষড়যন্ত্রের নীলনকশার অংশ হিসেবে জেলার ফটিকছড়ি ও হাটহাজারী থানায় দায়েরকৃত এসব গায়েবি মামলার দায় হতে অবিলম্বে অব্যাহতি দিতে হবে। অন্যথায়, লাগাতার বিক্ষোভ কর্মসূচী পালনের মাধ্যমে দুর্বার আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি দেন নেতৃবৃন্দ৷
বক্তব্য রাখেন পূর্বষোলশহর ওয়ার্ড যুবলীগের প্রচার সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন বাচা, যুবলীগ নেতা নাসির উদ্দীন মানিক, মোহাম্মদ লোকমান, এস কে জনি, চান্দগাঁও থানা স্বেচ্ছাসেবক লীগ নেতা আনিসুল হক, পূর্বষোলশহর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মহিউদ্দিন মানিক, যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ নিশাত, রাকিব হাসান, চান্দগাঁও থানা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি নয়ন উদ্দিন, পূর্ব ষোলশহর ওয়ার্ড ছাত্রলীগ নেতা মীর মোশাররফ হোসেন জুনায়েদ, শাহরিয়ার শুভ।
সমাবেশে উপস্থিত ছিলেন এম সাঈদ অনি, মোহাম্মদ মহসিন, আনিসুল হক, কামরুল হাসান, রাজবীর হোসেন নয়ন, আরিফুল ইসলাম, মোহাম্মদ সায়েম, নাঈম প্রমুখ৷
Leave a Reply