1. bappy.ador@yahoo.com : admin :
  2. chattogramerkhobor@gmail.com : Admin Admin : Admin Admin
শনিবার, ১০ জুন ২০২৩, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
জীবন যুদ্ধ সংগ্রামের আরেক নাম সনিয়া ৮ জুন চট্টগ্রাম মহানগরে অটোরিকশা, টেম্পো‘র কর্ম বিরতি ঘোষণা। ঢাকা প্রেসক্লাবের নবনির্বাচিত মহিলা বিষয়ক সম্পাদকদের ঈদ পূর্ণমিলনী সভা সম্পুর্ন বোয়ালখালী বিএনপির উদ্যােগে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিলেটে মাদকবিরোধী গণসচেতনতা ক্যাম্পিং, আলোচনা সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত সুদের টাকার জেরে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি, বিএনপি–জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল। চট্টগ্রামে ১৭ ব্যবসায়ী সিআইপি হলেন। পিবিআই বাগেরহাট জেলার আয়োজন ওয়ার্কশপ অনুষ্ঠিত জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন এর চট্টগ্রাম মহানগর ও মিরসরাই উপজেলা কমিটি গঠন।

হাইওয়ে পুলিশের আশ্রয় প্রস্রয়ে সীতাকুণ্ডের বিভিন্ন কন্টেইনার ডিপুর গাড়িতে হাইওয়ে রোড দখলে, যানজট সরাতে গিয়ে হামলার শিকার।

  • সময় সোমবার, ২৬ জুলাই, ২০২১
  • ২৩১ পঠিত

মোঃ আলাউদ্দীন, সীতাকুন্ড চট্টগ্রামঃ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানজট সরাতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। সেই সঙ্গে পুলিশের ব্যবহৃত রেকার ভাংচুর করা হয়েছে। শনিবার সকাল ১১টায় সীতাকুণ্ডের ভাটিয়ারী পোর্টলিংক লজেস্টিক ডিপো এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, ডিপাতে আসা পণ্যবহণকারী ট্রাক, লরি ও কাভার্ডভ্যানগুলো ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এলোপাথারিভাবে দাঁড় করে রাখার কারণে শনিবার সকাল থেকে সীতাকুণ্ডু ভাটিয়ারী পোর্টলিংক লজেস্টিক ডিপো এলাকায় পাঁচ কিলোমিটারেরও বেশি যানজটের সৃষ্টি হয়। ফলে চট্টগ্রামগামী লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তির মধ্যে পড়ে চট্টগ্রামগামী পণ্যবাহী ও রোগী বহনকারী গাড়ি। পরে সকাল ১১টায় আউলিয়া হাইওয়ে থানার পুলিশ সড়ক যানজট মুক্ত করতে পুলিশের ব্যবহৃত রেকার ( গাড়ি উদ্ধারের যন্ত্র) নিয়ে আসে। এ সময় পোর্টলিংক লজেস্টিকের লরির কর্মচারীরা রেকারের চালককের উপর হামলা শুরু করে। এক পর্যায়ে তারা রেকারের চালক কনেস্টবল মো. নুরুন্নবীর ডান হাত ভেঙে দেয় এবং পুলিশের ব্যবহৃত রেকারটিও ভাঙচুর করে। পরে পুলিশের অন্যান্য সদস্যরা আহত রেকার চালককে উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

বারআউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, মহাসড়কে ডিপোর ট্রাক, লরি ও কাভার্ডভ্যানগুলো এলোপাথারিভাবে রাখায় ছলিমপুর থেকে কদমরসুল পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি টিম মহাসড়ক যানজট মুক্ত করতে গেলে ডিপোতে থাকা লরির হেলপার ও কর্মচারীরা পুলিশের রেকার ভাংচুর করে। আহত করে রেকারের চালক নুরুন্নবীকে। এ ঘটনায় পুলিশের কর্তব্যকাজে বাঁধা দেওয়ায় থানায় মামলার প্রস্তুতি চলছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

পোর্টলিংক লজেস্টিক ডিপোর লরি চালক আবদুর রহিম বলেন, গত দুই দিন ধরে ট্রাকের পণ্য আনলোড হয়নি। এছাড়া রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকগুলো সরে যেতে বাধ্য করায় পুলিশের রেকার চালকের সঙ্গে লরির চালক ও ডিপোর কর্মচারীদের ধস্তাধস্তি হয়েছে। পুলিশের উপর কোন হামলা হয়নি বলে তিনি দাবি করেন।
উল্লেখ্য গত সাত আট দিন ধরে পোর্ট লিং এ পন্য নিয়ে আসা শত শত কাভারভ্যান ও লরির কারনে মহাসড়ককে জামঝট লেগেই থাকত, অগনিত যাত্রীর অবর্ণনিয় দূভোগ নিত্যদিনের যন্ত্রণার কারন হয়ে আছে এমন সময় গুলোতে, স্হানীয় ও পথচারীদের সাথে কথা বলে জানা যায় হাইওয়ে পুলিশকে আরো সক্রিয় ভূমিকা না রাখলে এই কন্টেইনার ডিপুগুলো আরো বেপরোয়া হয়ে উঠবে।আগে গাড়ি গুলো এক সারিতে রাখলে ও বর্তমানে পোর্ট লিংকের গাড়ি দুই,তিন সারিতে রেখে অন্যসব গাড়ি গুলো চলাচলে প্রতিন্ধকতার সৃষ্টি করে।।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট