1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডে আর্দশ যুব সংস্থার উদৌগে ফি চিকিৎসা ও খৎনা ক্যাম্প বড়দিন সামনে রেখে চার্চগুলোর নিরাপত্তা জোরদার:জেলা পুলিশের সঙ্গে খ্রিস্টান নেতৃবৃন্দের মতবিনিময় বোয়ালখালীতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির গায়েবানা জানাজা অহংকারহীন নেতৃত্বের প্রতিচ্ছবি সোলায়মান রুবেল শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির নতুন অধ্যাদেশ জারি। প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট ইলিয়াসের ফেসবুক বন্ধ করল মেটা আনোয়ারায় শ্রী শ্রী জ্বালা কুমারী বিদ্যাপীঠে শিক্ষার্থীদের মাঝে গীতা, ড্রেস ও আইডি কার্ড বিতরণ। ওসমান শরীফ হাদির হত্যাকাণ্ডের প্রতিবাদে ঈদগাঁওতে মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে চট্টগ্রামে ‘কফিন মিছিল’ বিক্ষোভ-ব্লকেড আনোয়ারায় জিনিয়াস মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন

রাজনীতিক নতুন ট্রেন্ড:: তারুণ্যের সেমিনার, বক্তৃতা ট্রেনিং প্রসঙ্গে।

  • সময় শনিবার, ২৪ মে, ২০২৫
  • ৩৭৩ পঠিত

কৃ‌ষি‌বীদ মোঃ আকবর হো‌সেন, যুক্তরাজ‌্যঃ

অত্যন্ত হতাশ হলাম, বড় বড় শিক্ষিত, বড় বড় ডিগ্রিধারীদের নাম দেখে, উচ্চ বৃত্ত বা উচ্চকক্ষের সমারোহ, এই উচ্চ কক্ষের লোকরাই , বক্তৃতা সেমিনার, ও তাত্ত্বিক কথা বলে, মানুষের মন ভরিয়ে দিতে পারবে,
অনেক প্রযুক্তি , অনেক সম্ভাবনা , অনেক অনেক কিছুর মিথ্যা আশ্বাস , উন্নতি ও উন্নয়নের ফুলজুরি ঘটাতে পারে, নির্ম কক্ষ, বা মধ্য কক্ষ এই শ্রেণীর লোকরা নিষ্পেষিত হবে এদের দ্বারা, এরা তাত্ত্বিক কথা বলে প্রজেক্ট ও ফর্মুলার নামে দেশের অর্থকরী হাতিয়ে নেবে, রাজনীতি এবং দেশের উন্নয়নে এরা কি ভূমিকা রাখবে এটা সময় বলে দিবে, তবে গত ৫০ বছরে জরিনা বেগম যেখানেই ছিল, সে তৃণমূলের গরিব মানুষেরা সেখানেই রয়ে গেছে, তাত্ত্বিক কথা প্রযুক্তির কথা তাদের জন্যই প্রযোজ্য যারা শহরকেন্দ্রিক অর্থকেন্দ্রিক মানুষ ! যাদের পাওয়ার প্রতিপত্তি ইত্যাদিতে অগ্রসর তারা আরো অগ্রসর হবে, আমি এখানে আশা করেছিলাম একজন প্রাইমারি শিক্ষক,
একজন সাধারণ কৃষক, একজন সাধারণ প্রত্যন্ত অঞ্চলের মানুষ , স্বল্প শিক্ষিত, মধ্যশিক্ষিত , এবং তার পাশাপাশি উচ্চশিক্ষিতরা দেশ গঠনে অংশগ্রহণ করবে,
এবং নিম্নবৃও ও মধ্যবিত্ত মানুষদের সমন্বয়ে সত্যিকার অর্থে প্রাকটিক্যাল যে সমস্যা তার সমাধান হবে, তা কিন্তু এইসব তাত্ত্বিক উচ্চশিক্ষিত লোকদের দিয়ে হবে না ! চ্যালেঞ্জ দিলাম !!! শুধু অর্থ কামানোর জন্যই আসছে এরা , দলের বিভিন্ন নীতি নির্ধারণী এবং দেশ গঠনের প্রক্রিয়ায় ! আমাদের এই দল অন্তত ৪৫ বছরের পুরনো এই দল করে অনেক লোক আছে, অনেকদিন ধরে এ দলের সাথে জড়িত, তাদের মেধা এবং প্রজ্ঞা অনেক বেশি এসব উচ্চশিক্ষিত হাইব্রিড ব্যক্তি এবং ব্যক্তি বর্গ থেকে ও , তারা হচ্ছে প্র্যাকটিক্যাল বাংলাদেশের আত্মসামাজিক প্রেক্ষাপটে , এবং রাজনৈতিক প্রেক্ষাপটে, কিন্তু দুঃখের বিষয় বিএনপিতে কিছু উচ্চশিক্ষিত বুদ্ধি প্রতিবন্ধী লোক নতুন আগত মহাপরাক্রমশীল এসব নেতারা ঐসব প্রজ্ঞাবান রাজনৈতিক নেতাদেরকে কর্মী সমর্থকদেরকে পাশ কাটিয়ে , এক ধরনের তাত্ত্বিক
ও অনুমান নির্ভর বিগত সময়ে দলের সাথে সম্পর্কহীন কিছু হাইব্রিড ব্যক্তিদের নিয়ে তারুণ্যের সম্মেলন, তথাকথিত ট্রেনিং , তথাকথিত দফা ইত্যাদির আবির্ভাবকরণের মাধ্যমে, দেশ এবং দলকে বিশেষ করে বিএনপিকে বিএনপির আগামী দিনের আলোক উজ্জ্বল নেতা জনাব তারেক রহমানকে নিঃশ্বেস করে দেওয়ার যে হীন পরিকল্পনা নিয়ে এগোচ্ছে , সময় একদিন তাদের পরিস্ফোটন করবে, এবং এরাই হচ্ছে আগামী দিনের রাজনৈতিক দুর্বৃত্ত, এদের সাথে তৃণমূলের কোনো সম্পর্ক বা সম্পৃক্ত হবে না , তৃণমূলের সাধারন মানুষ যেখানে আছে সেখানে থাকবে সে তিমিরই থাকবে ! তাদের মাধ্যমে একদিন ততোদিনে দল এবং জনাব তারেক রহমান নিঃশেষ হয়ে যাবে !

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট