1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘স্ত্রীর যন্ত্রণা সইতে না পেরে’ চিরকুট লিখে প্রাণ দিলেন যুবক শেরপুরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত স্বাধীনতার পর থেকে আ.লীগ রাজনৈতিক দলে পরিণত হতে পারেনি – এ্যানি। দেশীয় অস্ত্রসহ শাকিল ও সহযোগী আটক—অভিযানে উদ্ধার এলজি ও গুলি সীতাকুন্ডে উপজেলা প্রশাসন চন্দ্র নাথ ধাম পরিদর্শন বাঘাইছড়িতে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবিতে সংবাদ সম্মেলন চট্টগ্রামের আঞ্চলিক ভাষার প্রথম ছড়া আড্ডা ২০২৫ অনুষ্ঠিত ফাতেমা সুইটসকে এক লাখ টাকা জরিমানা জমি সংক্রান্ত বিরোধে জেরে পিতা-ছেলেসহ তিনজনকে কুপিয়ে জখম, দেশীয় অস্ত্র উদ্ধার শুদ্ধ রাজনীতির প্রতীক : ভাষাসৈনিক মাওলানা আহমুদুর রহমান আজমী

মনীন্দ্র-সুমিত্রা মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে সংঘদান ও সংবর্ধনা অনুষ্ঠিত

  • সময় শুক্রবার, ১২ মার্চ, ২০২১
  • ৬৫৬ পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

চট্টগ্রামের রাউজান উপজেলার বৃহত্তর পূর্বগুজরা ধুমারপাড়া গ্রামে বিশিষ্ট শিক্ষাবিদ মনীন্দ্র লাল বড়ুয়া ও সহধর্মিণী সুমিত্রা স্মৃতি ফাউন্ডেশন এর উদ্যোগে ১২মার্চ শুক্রবার ২০২১ সংঘদান, সংবর্ধনা সহ সারাদিনব্যাপি এক অনুষ্ঠানের আয়োজন করা হয় । বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উর্দ্ধতন সহসভাপতি ভদন্ত জ্ঞানানন্দ মহাথের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহসভাপতি অধ্যাপক বিপুলানন্দ মহাথের । প্রধান ধর্মদেশক ছিলেন বাংগালহালিয়া নন্দ বংশ আন্তর্জাতিক বিদর্শন ভাবনা কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক ভদন্ত নন্দবংশ মহাথের ।

এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন মহান একুশে পদক প্রাপ্ত প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া । সম্মানিত আলোচক ছিলেন গাছবাড়িয়া সরকারী কলেজের উপাধ্যক্ষ ডক্টর সুব্রত বরন বড়ুয়া , বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব এর প্রচার সম্পাদক প্রিতিশ রঞ্জন বড়ুয়া ।

প্রবারন বড়ুয়া ও ভদন্ত জ্ঞানেন্দ্রীয় ভিক্ষুর সঞ্চালনায় এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার যুগ্ম-সাধারন সম্পাদক অধ্যাপক সুমেধানন্দ মহাথের ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উপদেষ্ঠা ভদন্ত দেবানন্দ মহাথের , সুদর্শন বিহারের মহাধ্যক্ষ ভদন্ত জ্ঞানবিরীয় মহাথের , ড. প্রিয়দর্শী মহাথের , ভদন্ত সুমনবংশ মহাথের , ভদন্ত পুর্নানন্দ মহাথের , অগ্রসার মেমোরিয়েল সোসাইটি অব বাংলাদেশের মহাসচিব ভদন্ত সুমিত্তানন্দ থের , সিলেট বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত সংঘানন্দ থের , দেবশ্রী মহাথের ।

বক্তব্য রাখেন অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক দিপংকর বড়ুয়া, প্রধান শিক্ষক সমিরন বিকাশ বড়ুয়া, প্রধান শিক্ষক রঞ্জন বড়ুয়া, ইতিহাস৭১টিভির প্রকাশক- সম্পাদক ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলার বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক প্রকৌশলী দিলু বড়ুয়া জয়িতা ।

এই অনুষ্ঠানে বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভাপর ২৯তম সংঘনায়ক অধ্যাপক বনশ্রী মহাথের , বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভাপর উপসংঘনায়ক সদ্ধর্মরশ্মী রতনশ্রী মহাথের , বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহউপসংঘনায়ক ভদন্ত আনন্দমিত্র মহাথের ও বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সভাপতি শিক্ষাবিদ সদ্ধর্মজ্যোতি সুনন্দ মহাথেরকে স্মারক সম্মাননা প্রদান করা হয় ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট