1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
তৃতীয় ধাপে পটিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ৫ শ্রমিক দিবস উপলক্ষে এপেক্স ক্লাব অব পটিয়ার উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ স্ত্রীকে নির্যাতন করার অভিযোগে চট্টগ্রাম,নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নং-৬,এর আদালতে স্বামীর বিরুদ্ধে মামলা। জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এ জামেয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা কামিল মাদ্রাসা মহানগর পর্যায়ে ০৫ টি ইভেন্টে সাফল্য “শ্রমিকদের দাবী” রচনায়ঃ মোহাম্মদ আব্দুল হাকিম (খাজা হাবীব) নেত্রজল সাহিত্য ম্যাগাজিন পত্রিকার নবগঠিত উপদেষ্টা পরিষদ ও কেন্দ্রীয় কমিটি গঠন হাজী তফছির আহমদ সওদাগরের মৃত্যুবার্ষিকীতে পথচারীদের মাঝে ঠান্ডা পানি ও তাবারুক বিতরণ চকরিয়ায় চেয়ারম্যান প্রার্থী সাবেক এমপি জাফরের নেতৃত্বে সশস্ত্র সন্ত্রাসী হামলায় সাংবাদিক মোহাম্মদ উল্লাহ আহত স্কুল-মাদ্রাসা বন্ধের নির্দেশ হাইকোর্টের ক্লিন,গ্রীন ও স্মার্ট সি‌লেট গড়ার ল‌ক্ষ্যে সিসিক মেয়র এর সা‌থে আন্তর্জা‌তিক ব্যবসায়ীদের বৈঠক

চট্টগ্রামে পতেঙ্গা সৈকত যাচ্ছে সিডিএর টেন্ডারে,শিগগিরই উচ্ছেদের পরিকল্পনা

  • সময় মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
  • ২৯৩ পঠিত

তহিদুল ইসলাম রাসেল:

পতেঙ্গা সৈকত বেসরকারি প্রতিষ্ঠানের ইজারা দেওয়ার খবর চাউড় হতেই ব্যাপক প্রতিক্রিয়া দেখিয়েছেন বিভিন্ন সামাজিক সংগঠনসহ ভ্রমণ পিপাসুরা। তবে সিডিএ বলছে, চট্টগ্রামের এ দৃষ্টিনন্দন সৈকতটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। এ বিচ মেইনটেন্সে যে লোকবল ও অর্থ প্রয়োজন সেটা সিডিএর কাছে নেই। বিচের একটি অংশ ইজারা দিয়ে যার ‘দায় ভার’ দেওয়া হবে বেসরকারি ঠিকাদারি প্রতিষ্ঠানের হাতে।

‘গরীবের বিচ’ নামে খ্যাত চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত। নানা বাধা বিপত্তিকে পায়ে ঠেলে শেষ পর্যন্ত এ বিচে বেসরকারি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। প্রায় দুমাস আগে আহ্বান করা টেন্ডার জমা দেওয়ার শেষ সময় বৃহস্পতিবার (১৭ মার্চ)। টেন্ডার শেষে আগামী তিন মাসের মধ্যে কাজ শুরুর কথা ভাবছে সিডিএ। তার আগে উচ্ছেদ চালানো হবে পতেঙ্গা সমুদ্র সৈকত ঘিরে গড়ে তোলা অবৈধ দোকানপাট ও স্থাপনাগুলোতে।
সিডিএ সূত্রে জানা গেছে, পতেঙ্গা সমুদ্র সৈকতকে ঘিরে এ প্রকল্প বাস্তবায়নে গৃহায়ন ও গণপূর্ত অধিদপ্তরের সায় মেলার পর প্রায় দুমাস আগে টেন্ডার আহ্বান করে সিডিএ। যার শেষ সময় আগামী ১৭ মার্চ। তিনমাসের মধ্যে কাজ শুরুর পর তা ২০২৪ সালের মধ্যে নতুন আঙ্গিকে পর্যটন অঞ্চল সাজানোর পরিকল্পনা করছে সিডিএ।
সিডিএ’র এ প্রকৌশলী জানান, পর্যটন জোন-১ নামের প্রথম ফেজে কাজ চলবে পতেঙ্গা অংশ থেকে চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল (সিইপিজেড) পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার জুড়ে। যার মধ্যে প্রায় কিলোমিটার অংশে থাকবে বেসরকারি ব্যবস্থাপনায়। তবে বাকি ৫ কিলোমিটার জুড়েই বিচের আলোকসজ্জাসহ সামগ্রিক ব্যবস্থাপনা তাদের হবে।

কাজী হাসান বিন শামস বলেন, ‘ছয় কিলোমিটারের প্রায় এক থেকে দেড় কিলোমিটার বেসরকারি ব্যবস্থাপনায় থাকবে। সেগুলো সংরক্ষিত। বাকিটুকু সম্পূর্ণ উন্মুক্ত থাকবে। তবে পুরো বিচের ব্যবস্থাপনা তাদের করতে হবে। এখানে সিডিএ এক টাকাও খরচ করবে না।’
পতেঙ্গা সমুদ্র সৈকত ঘিরে দোকানপাট ও স্থাপনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘প্রকল্প বাস্তবায়নের পরে অবৈধ দোকানপাটের প্রশ্নই আসে না। আর এখন যে গুলো আছে, সেখানে শিগগিরিই উচ্ছেদ চালাবো আমরা। এর আগেও সেখানে বেশ কয়েকবার উচ্ছেদ চালানো হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট