বোরহান উদ্দিন সাকিব:
হাটহাজারী উপজেলার আওতাধীন ঐতিহ্যবাহি সংগঠন একতা বন্ধু মাহফিল কমিটির সহ অর্থসম্পাদক মুহাম্মদ রাসেল সিকদার গত বছর ৫ই নভেম্বর ইন্তেকাল করেন। তাই আজ তার প্রথম স্বরন সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় একতা বন্ধু মাহফিল কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে। এতে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত সংগঠন এর সভাপতি জনাব মুহাম্মদ এসকান্দর,প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উক্ত সংগঠন এর সাধারণ সম্পাদক জনাব কাশেম আহমেদ। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত সংগঠন এর সহ সভাপতি জনাব আল মামুন। উক্ত অনুস্টাতে সভাপতিত্ব করেন উক্ত সংগঠন এর সিনিয়র সহ সভাপতি জনাব মোহাম্মদ আল আমীন, এছাড়া আরো উপস্থিত ছিলেন সহসভাপতি মোহাম্মদ খোকন, অর্থসম্পাদক মো রাসেল। এছাড়া আরো উপস্থিত মো এমরান, রিয়াজ, খোরশেদ, বেলাল, মামুনুর রশীদ, হাসান,আকবর, লিটন, শাহরিয়া,জুয়েল,সবুজ, নাহিদ, জাফর, সোহেল,এবং আরো অনেকে।উক্ত অনুষ্ঠানের এর শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করা হয়।কোরআন থেকে তেলওয়াত করেন মো রিফাতুল ইসলাম আরমান সদস্য,এর মরহুম রুহের মাগফেরাত কামনা করে ১মিনিট নিরাবতা পালন করা হয়। এর শুরু হয় আলোচনা সভা। উক্ত সভায় বক্তারা বক্তব্য দিতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন আমরা রাসেল কে হারায়নি হারিয়েছি আমাদের ভাইকে যে এই সংগঠনের জন্যে নিবেদিত প্রান ছিল,আমরা থাকে আমাদের মাঝে বাচিয়ে রাখবো। এছাড়া তিনি আরো একটি ঘোষণা দেন এই সংগঠনের প্রত্যক সদস্য জন্য মারা যাওয়ার পরবর্তী দাফন কাফন খরচের জন্য ১৫হাজার টাকা সংগঠন প্রদান করবে। এছাড়া আরো বলেন আমরা সবসময় রাসেল সিকদার কে আল্লাহ যেন জান্নাতুল ফেরদৌস দান করে। উক্ত আলোচনা শেষে মিলাদ কিয়াম করা হয় এবং আখেরী মোনাজাত এর মাধ্যমে মরহুম জন্য দোয়া করা হয়।মোনাজাত করেন হাফেজ মাওলানা আবদুল খালেক আশরাফী। মুনাজাত এর মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
Leave a Reply