চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের উদ্যোগে দষাটের দশকের চলচ্চিত্রের খ্যাতিমান চিত্রনায়িকা, মিষ্টি মেয়ে খ্যাত চলচ্চিত্রাভিনেত্রী কবরী স্মরণে “চলচ্চিত্রের স্বর্ণযুগ-ষাট ও সত্তরের দশক” শীর্ষক সাহিত্য সন্ধ্যা সম্প্রতি ভার্চ্যুয়ালী অনুষ্ঠিত হয়। এতে আলোচনা,গান ও অাবৃত্তিতে অংশগ্রহণ করেন সংগঠনের সভাপতি শিক্ষক বাবুল কান্তি দাশ, উপদেষ্ঠা সুজিত কুমার দাশ, শিক্ষক বিজয় শংকর চৌধুরী, আসিফ ইকবাল, সঙ্গীতশিল্পী লুপর্ণা মুৎসূদ্দী লোপা,সঙ্গীত চৌধুরী,কাকলী দাশ গুপ্তা,মুক্তিযোদ্ধাএস,এম,
লিয়াকত হোসেন, অাবৃত্তিশিল্পী সোমা মুৎসুদ্দী,মণীষা দাশ বৃষ্টি, সুমন চৌধুরী, হৃদয় দে, শিহাব রহমান,সুর্য মূৎসুদ্দী কিংসুক প্রমুখ। সভায় বক্তারা বলেন ষাট ও সত্তর দশকের পর্দা কাঁপানো চিত্রনায়িকা কবরী।চলচ্চিত্রের মিষ্টি মেয়ে খ্যাত এই নায়িকার সাবলীল এবং মনোমুগ্ধকর অভিনয়ের জন্য দর্শক পাগলের মত ছুটে যেত প্রেক্ষাগৃহে।তিনি ছিলেন একাধারে রাজনীতিবিদ,সমাজ সেবক এবং দক্ষ সংগঠক।জাতীয় সংসদের সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন জনকল্যাণে।
Leave a Reply