মোহাম্মদ জুবাইরঃ
নগরীতে মানবাধিকার রক্ষা ও পরিবেশ উন্নয়ন বিষয়ে এক বিশেষ আলোচনা সভা Global human rights, environmants development society উদ্যােগে অনু্ষ্ঠিত হয়েছে।
চট্টগ্রাম নগরীর এ কে খাঁন আয়োজন রেস্তোরায় এ অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন Global human rights, environmants development society এর চট্টগ্রাম বিভাগীয় প্রধান মোঃ সোলাইমান, অনুষ্ঠন সঞ্চলনা করেন আহমেদ মাসুর উল্ল্যাহ।মাওলানা আলাউদ্দিনের পবিত্র কোরআন তেলওয়াত মধ্যদিয়ে শুরু হওয়া উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন Golbal human rights and environment development society প্রধান ট্রেইনার প্রফেসর মাওলানা হোসাইন আহমেদ। প্রধান আলোচক ছিলেন ইন্ভেস্টিগেটর অফিসার ও মানবিক বাজার লিমেটেড ডাইরেক্টর ইন্জিনিয়ার শিহাব উদ্দিন।বিশেষ অতিথি উপস্থিত ছিলেন ট্রেইনার ও সেন্টাল কো -অর্ডিনেটর এ. আর আব্দুল মোমিন । এতে আরো উপস্থিত ছিলেন ফিরোজ আহমেদ, মানিক, বিবেক আশ্চার্য্য, রনজিৎ কুমার সেন, মাওলানা সাঈদ, নুরুল আমিন, আব্দুর রহিম, ওলি আহমেদ চৌধুরী, জাহাঙ্গীর, শাহানা আক্তার, তুপানি বেগম, জিয়াউল হক,মনির হোসেন, ইসমাঈল, দেলোয়ার, বাদশাহ,সালাউদ্দিন, শাহজাহান সরকার, ইমাম,রনি, সোহান, আজিজুল হক,শাহাবউদ্দিন, নুর উদ্দিন সাগর, সামসুউদ্দিন আহমেদ, আবু তাহের, আলমগীর, সাইদুল হাসান, আল আমিন, সেলিম সহ প্রমুখ।।।
অনুষ্ঠানে বক্তরা বলেন global human rights and environment development society – একটি মানবাধিকার ও পরিবেশ উন্নয়ন সংস্থা এর ব্যাপ্তি সমগ্র বাংলাদেশ সহ সারা পৃথিবীতে। প্রধানমন্ত্রী দুর্ভিক্ষ প্রতিরোধে দেশের যুব সমাজকে শক্তিতে রুপান্তরিত করার ঘোষনা দিয়েছেন। সেই ঘোষনাকে স্বাগত জানিয়ে রাজনৈতিক মুক্ত সেবামূলক প্রতিষ্ঠান হিসাবে গ্লোবাল হিউম্যান রাইটস বিশ্বব্যাপী মানবাধিকার সংস্থা এর মাধ্যমে দেশের যুব সমাজ ও সাধারন মানুষদেরকে শক্তিতে রুপান্তরিত করার চেষ্ঠা করে।
Leave a Reply