পাদুকা বাজারে বাংলাদেশের জন্য বিপুল সম্ভাবনা তৈরি হয়েছে। বাংলাদেশে পোশাক খাতের পরেই পাদুকাশিল্প হতে পারে দ্বিতীয় রপ্তানি খাত। অবশ্য এ জন্য দরকার সরকারের নীতি সহায়তা, বন্দরের জটিলতা কমানো, সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয় আনা এবং কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার (সিইটিপি) নির্মাণের কাজ দ্রুত শেষ করা।
১৬ ফেব্রুয়ারি বিকালে চট্টগ্রাম নগর আওয়ামীলীগ নেতা ও যুবলীগের উপ-অর্থ সম্পাদক হেলাল আকবর চৌধুরী বাবর প্রধান অতিথি থেকে চট্টগ্রাম নগরের স্টেশন রোড়স্থ সায়েম এন্টারপ্রাইজ সু’স এক্সপোর্ট এন্ড ইনপোর্ট এর অফিস উদ্বোধনকালে এ কথা বলেন।
হেলাল আকবর চৌধুরী বাবর বলেন, ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ৫১ বছরে দেশ অনেক দূর এগিয়ে গেছে। অনেক শিল্পের বিকাশ ঘটেছে; যেসব শিল্প নিয়ে আমরা গর্ব করি। তৈরি পোশাক শিল্প, চামড়া ও ওষুধশিল্প বড় জায়গায় গেছে। আমার বিশ্বাস, পাদুকাশিল্প অনেক দূর যাবে।
অফিস উদ্বোধনকালে সায়েম এন্টারপ্রাইজ সু’স এক্সপোর্ট এন্ড ইনপোর্ট এর স্বত্বাধিকারী চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা শাহাব উদ্দিন, নপুর মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি হাবিবুর রহমান, নপুর মার্কেটের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আলী, মহানগর যুবলীগ নেতা মো. তারেকুল হাসান মামুন, নগর যুবলীগ নেতা ইফথেখার চৌধুরী সুজন, ব্যবসায়ী জি এম কাদেরসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
Leave a Reply