ইসমাইল ইমনঃ
সোমবার ২৮ শে জুন সরকার ঘোষিত লকডাউনে প্রথম দিনে প্রশাসনের নজরদারি থাকলেও দ্বিতীয় দিনে তেমন নজরদারি পরিলক্ষিত হয়নি।
সরেজমিন ঘুরে দেখা যায় চট্টগ্রামের চকবাজার কাঁচা বাজার, বালী আর্কেড ও গুলজার মোরে গণপরিবহন বন্ধ থাকায় রিকশা ও প্রাইভেট কারের যানজট, সেইসাথে চকবাজার কাঁচা বাজার ও মাছ বাজারে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে প্রচুর ক্রেতা সমাগম।
বিশেষ কারণে ঘর থেকে বাহির হওয়া একাধিক ব্যক্তি জানান রিক্সার অতিরিক্ত ভাড়া দিকে সরকারের প্রশাসনের নজর দেওয়া উচিত ছিল যেহেতু গণপরিবহন বন্ধ করে রিক্সা চালু রাখা হয়েছে, অপরদিকে স্থানীয় কাঁচা বাজার,মাছ বাজার ঘুরে জানা যায় বাজার এলাকার প্রভাবশালী সিন্ডিকেট প্রশাসনকে ম্যানেজ করে স্বাস্থ্যবিধি অপেক্ষা করে বাজার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। স্থানীয় জনসাধারণ জানান সরকার যদি লকডাউন পরিপূর্ণ বাস্তবায়ন করতে চান তাহলে প্রশাসনকে আরো কঠোর হওয়ার নির্দেশ দিতে হবে সেই সাথে প্রশাসনকে অবৈধ ঘুষ, দুর্নীতি থেকে বিরত রাখার ব্যবস্থা করতে হবে।
Leave a Reply